ডোমারে ২ দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিল

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ >>
নীলফামারী ডোমারে ২দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রানপ্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) ও হলদীবাড়ী হুজুর হযরত শাহ্ সুফি সৈয়দ একরামুল হক মুশিদাবাদী(রঃ) উদ্দেশ্যে এবং বিশ্বের সকল মোমিন মোমেনাতগণের রুহের মাগফেরাতের জন্য। ৪ ও ৫ এপ্রিল ডোমার কলেজপাড়া মমিনুর ইসলাম লিথুর বাড়ীর সামনে মাঠ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোঃ এ্যাডভোকেট মনোয়ার হোসেন,সহকারী এ্যাটর্নী জেনারেল,বাংলাদেশ
সুপ্রীম কোর্ট,ঢাকা। প্রথম দিনে মোঃ আব্দুল জলিল(বিএস) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ। বিশেষ অতিথি জনাব মোঃ আলহাজ্ব হাফিজুল ইসলাম হাফিজ,চেয়াম্যান ডোমার সদর ইউনিয়ন,মোঃ ময়নুল হক মনু,পৌর কাউন্সিলর ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ,ডোমার পৌর শাখা। প্রধান বক্তা আলহাজ্ব হযরত মাওলানা মোঃ রেদওয়ানুল্লাহ্,মুহাদ্দীস দপ্তরী পাড়া মাদ্রাসা ও খতিব বায়তুর রহমান জামে মসজিদ,নওগাঁ। বিশেষ বক্তা  হযরত মাওলানা হাফেজ মোঃ দুলাল হোসেন, একরামিয়া দরবার শরীফ,ডোমার। ২য় দিন সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব ডাঃ মোঃ শামসুল হক ভূঁইয়া, সভাপতি বায়তুন নূর জামে মসজিদ কলেজ পাড়া ডোমার ও মদিনা হোমিও হল। প্রধান অতিথি জনাব মোঃ আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু,বিশিষ্ট সমাজ সেবক ও পৌর মেয়র ডোমার। বিশেষ অতিথি মোঃ সহির উদ্দিন সরকার,প্যানেল মেয়র,ডোমার পৌরসভা,আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন,বিশিষ্ট কাপড় ব্যাবসায়ী হাজী মার্কেট ডোমার,মোঃ আব্দুর রাজ্জাক রাজা,পৌর কাউন্সিলর ১নং ওয়ার্ড,জনাব মোঃ আশিকুর রহমান সাজু পৌর কাউন্সিলর ৭নং ওয়ার্ড,আব্দুল আজিজ মৌলভী শিক ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়,আনিছুর রহমান মানিক(সাংবাদিক),এটিভি নিউজ জেলা প্রতিনিধি নীলফামারী প্রমূখ। প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ্ আল-হুসাইনী,জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী তরুন আলোচক ও খতিব,নুরানী জামে মসজিদ রংপুর সিটি। বিশেষ বক্তাঃ হযরত মাওলানা সামসুদ্দনি হোসাইনী সুফি,অধ্য ডোমার ইসলামীয়া ফাজিল(ডিগ্রী)  মাদ্রাসা,হযরত মাওলানা মোঃ মেসলেহ্ উদ্দিন শাহ্, এম,এ, অধ্য, ডোমার আইডিয়াল একাডেমী। মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ধর্মপ্রিয় মানুষের ঢল নামে যেনো মুসলিম উম্মার  মিলন মেলায় পরিনত   হয়েছে এদের মধ্যে নারী ভক্তদের উস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাহফিলের আয়োজক  মমিনুর ইসলাম লিথু জানান, দির্ঘ ১৫ বছর যাবত প্রতি ইংরেজী মাসের ৪ তারিখে মাহফিল ও হাকায়ে জিকির করে আসছি প্রতি বছর বাৎসরিক মাহফিল বড় পরিষরে করবো । আগামীতে এলাকবাসীর সহযোগীতা পেলে এরচেয়েও আরো বড় ধরনের পদপে নিতে পারবে বলে আশা করেন।


পুরোনো সংবাদ

রংপুর 9194892579564556454

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item