ডোমারে মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় স্বামীর সংসারে ফিরে গেলেন ববিতা।

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ >>
নীলফামারী ডোমারে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় ৪ বছর পর স্বামীর সংসারে ফিরে গেলেন নির্যাতিতা গৃহবধু ববিতা রাণী। স্বামীর অবহেলা আর গ্লানি মাথায় নিয়ে বাবার বাড়ীতে দীর্ঘ ৪ বছর থাকার পরে নতুন করে শুরু হলো সংসার জীবনের। অভিযোগ সুত্রে জানাযায়,উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড হলদিয়াবন এলাকার শ্রী হরেনন্দ্রনাথ রায়ের কন্যা ববিতা রাণীর সঙ্গে বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা হরতকীতলা গ্রামের খমারু রায়ের পুত্র সন্তশ রায়ের সাথে
সনাতন ধর্ম অনুযায়ী গত ৫ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের ১বছর সংসার জীবন না পেরতেই স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কের ক্রটি দেখা দিলে ববিতাকে তার বাবার বাড়ীতে রেখে কোনো প্রকার খোজ খবর ভরণপোষন না দিয়ে তার নামে দূর্নাম বদনাম ছড়িয়ে বেড়ায় তার স্বামী । এর কারনে ববিতার সংসার ভাঙ্গতে বসেছে প্রায়। ববিতার পিতা জানান, জন্মথেকে ববিতার একটি পায়ের সমস্যা সামান্য খাটো ভালো মন্দ দেখে শুনে জামাই তাকে বিয়ে করেছে। দীর্ঘ ৪বছর ধরে বাবার বাড়ীতে অবস্থান করার পর গত ০৮/০৩/২০১৫ইং তারিখে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বোড়াগাড়ী ইউনিয়ন সলিসিটর শারমিন সুলতানা শাপলার সরনাপর্ণ হয়। তার পরামর্শে বোড়াগাড়ী আইন সহায়তা কেন্দ্রে ববিতা  একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তাদের নোটিশ দ্বারা তলব করলে উভয় পরে শুনানী শেষে গতকাল ৫এপ্রিল সকালে দুপে পরে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে তারা তাদের ভূল বুঝতে পেরে নির্যাতন করবেনা মর্মে আপোষ মিমাংসায় স্বার দিয়ে সাীগণের মোকাবেলায় ববিতাকে  তার স্বামীর সংসারে ফিরে নিয়ে যায়। ববিতার মা শ্রীমতি অজোবালা জানান, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় ববিতা আজ নতুন করে সংসার জীবন ফিরে পেলো। আইন সহায়তা কেন্দ্রের এ ধরণের উদ্দ্যোগ এলাকায় উজ্জল দৃষ্টান্ত স্থাপন করবে বলে এলাকাবাসী জানান।

পুরোনো সংবাদ

রংপুর 5454745444723100677

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item