ডোমারের বেতগাড়া গ্রামে এক গৃহবধুকে ধষর্ণের চেষ্টার অভিযোগ


আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-নীলফামারীর ডোমারে এক গৃহবধুকে ধষণের্র চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ।এ ব্যাপারে নীলফাারী আদালতে মামলা দায়ের হয়েছে ।
মামলা সূত্রে জানা গেছে,উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দক্ষিন বেতগাড়া গ্রামে আব্দুল খালেক (৪৫) ও তার স্ত্রী জোলেখা বেগম (৩৫) জনৈক আতাউর রহমানের (৪৮) নিকট থেকে ২০ শতক  জমি ক্রয়  করে দুই বছর যাবত বসবাস করে আসছিলেন ।আতাউর রহমান কারনে অকারনে জোলেখা বেগমের বাড়িতে যাতায়াত করে ।এতে বিরক্ত হয়ে তাকে বাড়িতে আসতে মানা
করে স্বামী আব্দুল খালেক ও স্ত্রী জোলেখা বেগম।আসামী আতাউর রহমান তাদের কথায় কর্নপাত না করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখায় ।গত  ২৫/০৩/১৫ইং তারিখে বুধবার সন্ধ্যায় স্বামী আব্দুল খালেকের অনপুুস্থিতে ও ছেলের আত্মীয়ের বাড়ীতে যাওয়ায় একাকী রান্না ঘরে রান্না করছিল ।আসামী আতাউর রহমান বাড়ীতে প্রবেশ করে জোর পূবর্ক  জোলেখা বেগমকে ধষর্ণের চেষ্টা করে ।তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আসামী আতাউর রহমান পালিয়ে যায় ।এ ব্যাপারে নীলফামারী আদালতে ০২/০৪/১৫ ইং তারিখে মোছাঃ জোলেখা বেগম বাদী হয়ে এক জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ২০০৩-এর ৯৪(খ) ধারায় মামলা দায়ের করেন ।আসামী হলেন ১/আতাউর রহমান(৪৮) ।
এ ব্যাপারে জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান,এলাকাবাসী সূত্রে শুনেছি,আসামী আতাউর জোলেখার বাড়ীতে ঢুকেছিল ।ঘঁটনার সাথে ছোবহান মেম্বারের জড়িত হওয়ার সত্যতা পাওয়া যায়নি ।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item