ডোমারের জোড়াবাড়ী ইউনিয়নে বাল্য বিবাহ দেয়ার কারণে কাজীর কার্যক্রম বাতিল

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী ডোমারে হহু বাল্য বিবাহ দেয়ার কারণে কাজীর কার্যক্রম বাতিল করেছে কর্তৃপ। উপজেলার ৪ নং জোড়াবাড়ী ইউনিয়নের  কাজী আব্দুল কাদেরের মৃত্যুর পড়ে উক্ত ইউনিয়নে কাজীর পদটি শুন্য হওয়ায় অতিরিক্ত দায়ীত্ব হিসাবে প্রথমে ডোমার পৌরসভার কাজী আবুল হোসেনকে দায়ীত্ব দেয়া হয়। সে নিয়মিত দায়ীত্ব পালন না করে অন্য লোক দিয়ে এলাকায় বাল্য বিবাহ সহ নানা অপকর্ম করার কারণে তাকে বাতিল করে পরে গোমনাতী ইউনিয়নের কাজী আমজাদ হোসেনকে জেলা রেজিষ্ট্র্রার অতিরিক্ত দায়ীত্ব অর্পন করে।
আমজাদ হোসেন নিজে নাগিয়ে মৃত আব্দুর আব্দুল কাদেরের ছেলে আব্দুল গফুর কে কাগজ পত্র দিয়ে বিবাহ রেজিষ্টির অনুমোতি দেয়। আব্দুল গফুর  নিজেকে কাজী পরিচয় দিয়ে এলাকার হাট বাজারে সাইনবোর্ড লগিয়ে মাইকিং করে র্নিদিধায় বে-আইনীভাবে বাল্য বিবাহ সহ নানা অবৈধ বিবাহ রেজিষ্ট্রি করে আসছে। অনুসন্ধানে জানাযায়, জোড়াবাড়ী ইউনিয়নের গত ৩ মাসে  মোট বিবাহ সম্পন্ন হয়েছে ১৫ টি। এরমধ্যে বাল্য বিবাহ হয়েছে ৬টি। বাংলাদেশ সরকারের বাল্য বিবাহ আইন ১৯২৯ সংশোধনী-১৯৮৪ সালের ৫ও ৬ ধারা মোতাবেক দন্ডনীয় অপরাধ হলেও, সরকারের আইনকে বৃদ্ধাঅঙ্গুল দেখিয়ে পরিষদের জন্মনিবন্ধন ছাড়াই বহাল তবিয়তে বাল্য বিবাহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে গফুর কাজী। ১২ ফের্রুয়ারী “গফুর কাজীর সহযোগিতায় বহু বাল্য বিবাহ সম্পন্ন”শিরোনামে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদটি প্রকাশিত হওয়ায় জেলা রেজিষ্ট্রার খলিলুর রহমান হাওলাদার সরেজমিনে তদন্ত করে তা প্রমানিত হওয়ায় আমজাদ ও গফুর কাজীর সমস্ত কার্যক্রম বাতিল করেন। গত ৩০ মার্চ ১১৯ নং স্নারকে উল্যেখ করে ২নং কেতকীবাড়ী ইউনিয়নের কাজী বেলাল হোসেনকে জোড়াবাড়ী ইউনিয়নের দায়ীত্ব প্রদান করে। বেলাল হোসেন জোড়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানের মনোয়ার হোসেনের মাধ্যমে লিখিত ভাবে তার সহযোগী হিসাবে মির্জাগঞ্জ ষ্টেশন বাজারের কাপড় ব্যাবসায়ী নুরন্নবী মোস্তফা কে দায়ীত্ব দেয়। চেয়ারম্যান মনোয়ার হোসেন নব-নিযুক্ত কাজীকে জোড়াবাড়ী ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত রাখার পরামর্শ প্রদান করেন। 

পুরোনো সংবাদ

রংপুর 7644543883756041687

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item