নীলফামারীতে চাকুরীজীবি নারীকে উত্যক্ত করার অপরাধেযুবকের ৬ মাসের সাজা

প্রভাষক,আবু ফাত্তাহ্ কামাল (পাখি) স্টাফ রির্পোটার শনিবার সন্ধ্যায় চাকরীজীবী এক নারীকে উত্যক্ত করার অপরাধে কাজী জনি হক (২৮) নামে এক যুবকের ৬ মাস বিনাসশ্র কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।   নীলফামালী সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক সাবেত আলী এ দন্ডাদেশ প্রদান করেন।

 জনি নীলফামারী সদরের পাঁচমাথা কানিয়ালখাতা গ্রামের কাজী আরেফিনুল হকের পুত্র। অভিযোগ মতে মুঠোফোনে এবং পথেঘাটে বিভিন্ন সময় চাকরীজীবী ওই নারীকে উত্যক্ত করত জনি। শনিবার সন্ধ্যায় এ অভিযোগে ভ্রাম্যমান আদালত ওই যুবক কে আটক করে উক্ত সাজা প্রদান করে।

পুরোনো সংবাদ

রংপুর 6261746695428470883

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item