রংপুরের সম্মিলিত লেখক সমাজের কর্মসূচিতে বক্তারা

সহিংসতার বিরুদ্ধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে

স্টাফ রিপোর্টার >>
সহিংসতার বিরুদ্ধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, সহিংসতা কোন সমাধান হতে পারেনা। যারা সহিংসতা করছে তারা মানবতার শত্রু। বাংলাদেশের প্রতিটি মানবতাবাদি ও শান্তিকামী আন্দোলনে রংপুরের লেখক সমাজও রাজপথে নেমে এসেছিলো এবং প্রতিরোধ গড়ে তুলেছিলো সব ধরণে সহিংসতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর টাউনহল চত্বরে সম্মিলিত লেখক সমাজ রংপুরের আয়োজনে প্রতিবাদি কবিতা উচ্চারণ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।
‘আমরা সহিংসতার বিরুদ্ধে’- শ্লোগানে কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করে কথা ও কবিতা পাঠে অংশ নেন- জাতীয় কবিতা পরিষদ রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, ব্রজ গোপাল রায়, মৌসুমী শংকর ঋতা, এস.এম খলিল বাবু, আব্দুল মমিন আকন্দ, এস.এম শহীদুল আলম, প্রত্যয়ী মিজান, বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর কেন্দ্রিয় কমিটির
সভাপতি কাজী মো. জুননুন, সাধারণ সম্পাদক জাকির আহমদ, এস. এম সাথী বেগম, শামসুজ্জামান সোহাগ, শ্রাবণ বাঙ্গালী, সানজিদা নাজনীন লুনা, নুর হাসান চান, শেখ ফাতিমা খাতুন, ফিরোজ কাওসার মামুন, শরীফুল আলম অপু, শেখ সাইফুল্লাহ রুমি, ছড়া সংসদ, রংপুর এর সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, মতিয়ার রহমান, যুগের আলো পত্রলেখক পরিষদ এর সভাপতি শাহ আলম, আব্দুস ছাত্তার, মীর রবিউল ইসলাম রবি, ছান্দসিক সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি নজরুল মৃধা, সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহীন, আহমেদ অরণ্য, মেহেদী হাসান শাপলা, বাবলু সরকার, হায়াত মাহমুদ মানিক, প্রগতি সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠির সাধারণ সম্পাদক এটি.এম মোর্শেদ, ফারুক প্রধান, রংপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর সাবেক সভাপতি আনওয়ারুল ইসলাম রাজু, হেলেন আরা সিডনি, অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ এর জাহিদ হোসেন, শেখ ওসমান গণি, রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আকবর হোসেন, শাহ আবদুল মজিদ বুলু, শ.ম একরামুল হক, লেখক সংসদ এর রাকিবুল হাসান এলেন, আদি মল্লিক, অঞ্জলিকা পরিবারের মাহবুবুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক এ্যাড. রথিশ চন্দ্র ভৌমিক বাবুসোনা, শংকচিল এর সভাপতি জিন্নাত হোসেন লাভলু, বেরোবির শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, ছড়াকার রকিবুল হাসান বুলবুল, শ্বেত কপোত এর আনোয়ার হোসেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, রংপুর পদাতিক এর জি.এম নজু, রীতা সিদ্দিকী, সিটি করপোরেশন এর কাউন্সিলর ইদ্রিস আলী, তোতা, অধ্যাপক মাজেদ আলী, মাহিগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি বাবলু নাগ, মহানগর আওয়ামীলীগের সভাপতি শাফিয়ার রহমান সাফি, জেলা আওয়ামীলীগের শাহিনুর রহমান সোহেল, যুবলীগের লক্ষিণ দাস, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রণি, জাসদ ছাত্রলীগের সনজিত মহন্ত, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন, আইনজীবী সমিতির এ্যাড. দিলশাদ হোসেন মুকুল, দেশীয় চিকিৎসক সমিতির ইসমাইল মোল্লা, বেরোবির কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মণ, ডেকোরেটর মালিক সমিতির মমিন উদ্দিন পাটোয়ারী, রঙ্গিন পাঠশালার পরিচালক এনামুল হাফিজ বাচ্চু, ভাওয়াইয়া একাডেমির বন্যা বিশ্বাস, রং বাংলার আব্দুর রাজ্জাক, শিখা সংসদের হাবিব প্রমুখ।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item