ডোমারে বাল্য বিবাহ করতে এসে বর গ্রেফতার

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ- নীলফামারী ডোমারে বল্য বিবাহ করতে এসে বরকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, ডোমার পৌরসভার চিকনমাটি তাঁতীপাড়া ভাদুস্কুল ৮নং ওয়ার্ডে। উক্ত গ্রামের মোহাম্মদ গনি ড্রইভারের  কন্যা ডোমার বালিকা বিদ্যা নিকেতনের ৭ম শ্রেনীর মেধাবী ছাত্রী আফরোজা বেগমে(১৩) সাথে চিকনমাটি ধনীপাড়া গ্র্রামের মৃত তফিজ উদ্দিনের পুত্র হামিদুল ইসলাম(১৭) সাথে বিয়ে
ঠিক হয়। আগেরদিন তাদের বাধাঁ নিষেধ করলে,তা উপোকরে  ১৫ ফেব্র“য়ারী রাতে বরযাত্রী নিয়ে কনের বাড়ীতে আসা মাত্র। ডোমার উপজেলা নারী নির্যতন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপিকা ডেইজী নাজনীন মাশরাফি নীনা উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে বিষয়টি জানালে তাৎনিক ভাবে থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টেরপেয়ে বরযাত্রী পালিয়ে যায়। পরে পুলিশ বরের আসর থেকে বর হামিদুল ইসলামকে থানায় নিয়ে আসে। পরদিন সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউর রহমান ভ্রাম্যমান আদালতে বর হামিদুল ইসলামকে ১মাসের জেল অনাদায় ১ হাজার টাকা জরিমানা করেন।       এবিষয়ে ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বাল্য বিবাহ থেকে বিরত থাকার আহবান  জানান। এবং বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন নাগরিকদের সহযোগিতা কমনা করেন।    

পুরোনো সংবাদ

রংপুর 86250986257045722

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item