ডোমারে মাঠ দিবস

প্রভাষক,আবু ফাত্তাহ্ কামাল (পাখি),জেলা প্রতিনিধি নীলফামারী  ঃ নীলফামারীর ডোমারে আজ সকাল সাড়ে ১১টায়  সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ, ব্র্যাক কর্তৃক আয়োজিত ইউএসএআইডি হটিকালচার প্রজেক্ট - সিআইপি এভিআরডিসি ,বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিডিউটের সহযোগিতায় কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজ আলু উৎপাদন কর্মসূচীর উপর মাঠ দিবস পালিত হয়েছে ।

উপজেলার সোনারায় ইউনিয়নের কিশোমত গ্রামের মাঠে ইন্টারন্যাসনাল পটেটো সেন্টার,পটেটো বিডার ড. আব্দুল্লাহ আল  মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে  বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্মপ্রসারন কর্মকর্তা এনামুল হক ।আরো বক্তব্য রাখেন দেবীগঞ্জ আলু গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মসফিক রহমান,কৃষক মজিবুল রহমান সরদার,ব্র্যাকের উপজেলা সিনিয়র শাখা ব্যবসাথাপক মুশেদুল আরিফিন,হিসাব ব্যবস্থাপক আনিছুর রহমান, প্রভাষক আবু ফাত্তাহ্ কামাল (পাখি )প্রমুখ ইন্টারন্যাসনাল পটেটো সেন্টার,পটেটো বিডার ড. আব্দুল্লাহ আল  মাহমুদ বলেন,এখানে কৃষকদের অল্প জমিতে বেশী  বীজ আলু উৎপাদক করে নিজ জমিতে তা উৎপাদন করে বেশী আলু উৎপাদনের মাধ্যমে জীবনযাত্রার মান বৃদ্দির করাই মুল লক্ষ ।এখানে দুইটি পর্যায়ে কৃষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে ।৬০০ জন কৃষককে প্রথমে উৎপাদনে যাওয়ার আগে ও পরবর্তীতে আলু বীজ লাগানোর মধ্যবতী সময়ে ট্রেনিং দেওয়া হচ্ছে । সরেজমিনে প্রর্দশনী মাঠে বিঘা প্রতি ৯৩.৪২ মন আলু উৎপাদন হয়েছে।উৎপাদিত বীজ আলু তার তিন গুন কৃষককের মাঝে বিতরন করা হবে । পরবর্তীতে আবার উৎপাদিত বীজ আলু তার তিন গুন কৃষকদের মাঝে বিতরন করা হবে ।এভাবে কৃষকদের মধ্যে ভালো মানসম্মন্ন বীজ আলু ছড়িয়ে পড়বে ।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item