ডোমারে মা আবেদা মৎস্য হ্যাচারীর শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে “মা আবেদা মৎস্য হ্যাচারী”র আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
২৩ ফেব্র“য়ারী সোমবার বিকালে উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবশ পাড়ঘাট বাজার এলাকায় “মা আবেদা মৎস্য হ্যাচারী”র শুভ উদ্বোধন করেন-হ্যাচারীর স্বত্বাধিকারী তরিকুল ইসলাম শিমুল। “মা আবেদা মৎস্য হ্যাচারী”র  অফিস রুমে হ্যাচারীর মঙ্গল কামনায় মিলাদ ও মোনাজাত করা হয়।এসময় উপস্থিত ছিলেন  পৌর বিএনপির সভাপতি মোস্তফা ফিরোজ প্রধান, পৌর বিএনপির সাবেক আহবায়ক-আনিছুর রহমান আনু,ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি- সহ সকল সাংবাদিক বৃন্দ, বিভিন্ন এলাকার মৎস্য ব্যবসায়ী, সূধীজন সহ প্রায় শহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

প্রায় ১৮ একর জমিনের উপর ১৬টি পুকুর নিয়ে এ মৎস্য খামারটি গড়ে উঠে। সেখানে রুই,কাতলা,মৃগেল,গ্রাস কাপ, মিনার কাপ, জাপানী রুই,হাঙ্গরী মিনার,সিলভার কার্প,ব্লাক কার্প,ফ্রান্সি কার্প, বিগহেড, বাটা, স্বরপুটি, তেলাপিয়া, মাগুর, শিং,কৈ মাছের রেনু(ডিম) ও পোনামাছ উৎপাদন করা হয়। মাছে ভাতে বাঙ্গালীর  ঐতিহ্যকে ধরে রাখতে অত্র এলাকায় আমিসের চাহিদা মেটাতে হ্যাচারীটি অন্যতম ভূমিকা রাখবে বলে মনে করেন তরিকুল ইসলাম শিমুল।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item