পঞ্চগড় জেলা শহর ধুলার নগরীতে পরিণত

মোঃ তোতা মিয়া, পঞ্চগড়  প্রতিনিধি:
পঞ্চগড় জেলা শহরে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ১০০টিরও বেশি ট্রাক্টর। বিপদ জনক হয়ে উঠেছে সড়ক গুলো। কৃষি কাজের জন্য বিশেষ সুবিধায় আমদানী করা ট্রাক্টর এখন রাস্তায় চলাচলকে বিপদজনক করে তুলেছে। কৃষি ক্ষেত্রে সহায়তা করার জন্য আনা এসব ট্রাক্টরের জন্য কোন রেজিষ্ট্রেশনেরও প্রয়োজন নেই। চালকদেরও দরকার হয় না ড্রাইভিং লাইসেন্স। কোন রকমে চালাতে পারলেই যে কেউ ইচ্ছে করলেই এই ট্রাক্টর দিয়ে অনায়শে জমি চাষ করতে পারে। কিন্তু কৃষিক্ষেত্রে ব্যবহারের জন্য নিয়ে আসা এসব ট্রাক্টরে অবৈধভাবে ট্রলি লাগিয়ে নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন মালামাল পরিবহন করা হচ্ছে। পঞ্চগড় জেলা শহরে প্রতিদিন দিনরাত্রি দাপিয়ে বেড়াচ্ছে এমন কয়েকশত ট্রাক্টর। এতে প্রায় সময় ঘটছে সড়ক দুর্ঘটনা। কিন্তু চালকদের লাইসেন্স ও গাড়ির রেজিষ্ট্রেশন না থাকায় এদের বিরুদ্ধে কোন ব্যবস্থাও নেয়া যাচ্ছে না। আবার প্রতি সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার হাটের দিন থাকায় এমনিতেই জেলা শহরে মানুষ ও যানবাহন চলাচল বৃদ্ধি পায়। এসব যানবাহনের সাথে মাল বোঝাই ট্রাক্টর অবাধে চলাচল করায় প্রচন্ড যানজোটের সৃষ্টি হচ্ছে। পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন সড়কে দিনের বেলা এসব ট্রলি চলাচল বন্ধ রেখে রাতে চলাচলের জন্য জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার সিদ্ধান্ত নেয়া হলেও বাস্তবে এর প্রয়োগ ঘটানো যায়নি। এমনিতেই পঞ্চগড় শহরের মানুষের চাপ বারছে দিনদিন। সেই সাথে পাল্লা দিয়ে বারছে যানবাহনের সংখ্যা। যাত্রী ও মালামাল পরিবহনে অগনিত ব্যাটারী চালিত ভ্যান, অটোরিক্সার সাথে ডিজেল চালিত তিন চাকার যান পাগলু এর পাশাপাশি জেলা শহরে ট্রাক্টর, নছিমন, ভটভটি চলাচল করছে অবাধে। আগেকার দিনের পা চালিত রিক্সা ভ্যান ব্যাটারী লাগিয়ে সড়কে অবাধে চলাচল করছে। এরপর জেলা শহরে ভয়াবহ যানজটে মারাত্মক বিপদজনক করে তুলেছে এসব ট্রাক্টর। পঞ্চগড়ের বিভিন্ন নদী থেকে উত্তোলন করা বালু ও পাথর নিয়ে শতাধিক ট্রাক্টর ট্রলি প্রতিদিন শহরের প্রধান প্রধান সড়ক দিয়ে চলাচল করছে। এছাড়াও বিভিন্ন নির্মাণ সামগ্রী, কৃষিজাত পন্য, কাঠ নিয়ে আরও শতাধিক ট্রাক্টর ট্রলি শহর দাপিয়ে বেড়াচ্ছে। নির্মাণ কাজের জন্য বোদা উপজেলার বিভিন্ন ইটভাটা থেকে ইট নিয়ে জেলা শহরে আসছে আরও শতাধিক ট্রাক্টর। জেলা শহরের প্রধান সড়ক সহ অলিতে গলিতে এমনকি মহাসড়কেও এসব ট্রাক্টর বড় যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি করছে। অনেক সময় এসব ট্রলি মালামাল নিয়ে রাস্তার মাঝে বিকল হয়ে পড়ে থাকে, তার ফলে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। পঞ্চগড়ের পৌরসভার মেয়র তৌহিদুল ইসলামের সাথে এসব বিষয় নিয়ে কথা বললে তিনি বলেন ট্রলি এখন পঞ্চগড় জেলায় ও শহরে বিষফোঁড়া। এসব ট্রলির কারণেই শহরে যানজোট তীব্র হচ্ছে। নির্মাণ সামগ্রীসহ অন্যান্য মালামাল পরিবহনে এসব ট্রাক্টরের প্রয়োজন আছে। তবে এগুলো দিনের বেলা চলাচল না করে রাতের বেলা চলাচল করলে কারও কোন সমস্যা হয় না। দিনে বাদ দিয়ে রাতের বেলা শহরে ট্রলি চলাচল করবে এমন সিদ্ধান্ত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার নেয়া হলেও এখনপর্যন্ত ওই সিদ্ধান্তের বাস্তবায়ন দেখা যায় নাই। দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা না হলে আগামীতে শহরে যানজোট প্রকট আকার ধারণ করবে। এদিকে স্থানীয়রা জানান, বর্তমানে পঞ্চগড় জেলা শহর এখন ধুলার নগরী হিসাবে পরিণত হয়েছে। বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়ার কোন উপায় নেই ধুলার জন্য। শহরে নাক চেপে চলতে হয়। প্রতিনিয়ত ট্রাক্টর দিয়ে শহরে বালু বহন করার কারণে পঞ্চগড় এখন ধুলার নগরীতে পরিণত হয়েছে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8465038006794338962

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item