সৈয়দপুরে কীটনাশক পানে এক মেধাবী ছাত্রীর আত্মহত্যা

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে কীটনাশক পানে এক মেধাবী এইচএসসি পাশ করা ছাত্রী করে আত্মহত্যা করেছে। তাঁর নাম জনি আক্তার (১৮)। গতকাল বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আর আত্মহত্যার এ ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া (পাঠানপাড়া) গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানায়, ওই এলাকার কৃষক শহিদুল প্রামানিকের কন্যা জনি আক্তার। সে এবারে এইচএসসি পাশ করে। ওই ছাত্রী জনি আক্তার গত মঙ্গলবার রাতে  তাদের বাড়িতে নিজ ঘরে পরিবারের সদস্যদের অজান্তে কীটনাশক পান করে। এ সময় ঘরে মধ্যে তার গোঙ্গানীর শব্দ শুনে বাড়ির লোকজন ছুটে যায়। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে  কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বুধবার রাতে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় সে।
 মেধাবী ছাত্রী জনি আত্মহত্যা সঠিক কারণ জানা যায়নি। তবে প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান জানান, এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি অপমৃত্য (ইউডি) মামলা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6346552337466151196

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item