নীলফামারীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস
https://www.obolokon24.com/2022/04/blog-post_06.html
নীলফামারী প্রতিনিধি॥ আজ বুধবার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দিবসটির এবারের প্রতিবাদ্য “ সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজগড়ি”। নীলফামারীতে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আমিরুল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা তাঁতীলীহেরসভপতি দেওয়ান সেলিম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাফিজুর রশিদ প্রামানিক, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত জেলা সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপজেলা ও ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম। এর আগে সকাল সারে ১১টায় জেলা প্রশাসনের চত্বরে বেলুন উড়িয়ে দিবসটি পালনে সুচনা করা হয়।#