ডোমার- ডিমলা আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের আজ শুভ জন্মদিন


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের আজ ৬ এপ্রিল ৭২ তম জন্মবার্ষিকী । ১৯৫০ সালে এই দিনে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামের এমাজ উদ্দিন সরকার ও নাসরিন বেওয়ার কোল জুড়ে জন্মগ্রহন করে আফতাব উদ্দিন সরকার।

আফতাব উদ্দিনের পিতা এমাজ উদ্দিন সরকার ১৯৪৭ সালে ভারত বিভাগের পর ভারত থেকে তৎকালীন পূর্ব পাকিস্থানে চলে আসেন। ১৯৭১ সালে তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজ এলাকায় মুক্তিযুদ্ধে সক্রিয় ভুমিকায় অংশগ্রহন করেন। বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ১৯৭৩ সাল থেকে ১৯৮৩ সাল পযন্ত— ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।  ১৯৮৭ সালে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে দ্বিতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে ৫ই জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আ’লীগের নৌকা প্রতীক পেয়ে মনোনয়ন লাভ করেন দ্বিতীয় বারের মত সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি ডিমলা উপজেলা আ’লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ডোমার ডিমলা উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ প্রিয় নেতাকে শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন।


পুরোনো সংবাদ

নীলফামারী 5522942778872756009

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item