হরিদেবপুরে টিসিবি’র কার্ড বিতরন


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীরঃ
রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ভোগ্যপণ্য খাদ্যদ্রব্য টিসিবি’র কার্ড বিতরন করলেন চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন। তিনি সোমবার সকাল ১০টায় ইউপি ভবনে ২৫২৬ জন উপকার ভোগীদের মাঝে বিতরন করেন টিসিবি’র উক্ত কার্ডগুলো। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য জুয়েল রানা, তিতু মিয়া, মোজাহারুল ইসলাম, চান মিয়া, গোলজার হোসেন, ছাইয়াদুল ইসলাম, রেজাউল করিম দাদুল, শওকত হোসেন যাদু, তাজুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রনজিনা আক্তার আদুরী, লিভা রানী ও এসমোতারা সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। টিসিবি’র কার্ড বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অত্র হরিদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উন্নয়নের রুপকার মোঃ ইকবাল হোসেন বলেন দেশজুড়ে সয়াবিন তেল, চিনি, আটা, ময়দা ভোগ্যপণ্য খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যে ভূক্তভোগী সাধারন মানুষজন বিশেষ করে খেটে খাওয়া ছিন্নমূল পরিবারের মানুষরা আজ অস্থির হয়ে পড়ছে। এর কবল থেকে জনগনকে রক্ষায় বর্তমান সরকার ইউনিয়ন পর্যায় দু’দিন ব্যাপী টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় বিতরণ কর্মসূচী গ্রহন করায় আমার পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। সেই সঙ্গে টিসিবি’র পণ্য বিক্রয় কার্ড জনসংখ্যা আনুপাতিক হারে বৃদ্ধির পাশাপাশি শহরের ন্যায় ইউনিয়ন পর্যায় সারা বছর অব্যাহত রাখার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহবান জানান তিনি। এদিকে টিসিবি’র কার্ডের বিপরীত দু’দিন পণ্য বিক্রয় করা হবে। ৪৬০ টাকার বিনিময়ে ১১০ টাকা কেজি মূল্যের ২ কেজি সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৫৫  টাকা কেজি দরে ২ কেজি চিনি ক্রয় করতে পারবেন টিসিবি’র কার্ডধারীরা। অপর দিকে আজ পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ ও রতিরামপুর দুটি ভেনুতে উক্ত টিসিবি’র পণ্য বিক্রয় বিতরন করা হবে। 


পুরোনো সংবাদ

রংপুর 7800507247714861763

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item