চিলাহাটিতে গরুচোর আটক


এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের শান্তিনগর মাঠ থেকে সোমবার দিবাগত রাতে চোরাই গরু সহ গরু চোরকে গোপন সংবাদের ভিত্তিতে কেতকীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান তার গ্রাম পুলিশ দ্বারা আটক করে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, কেতকীবাড়ী ইউনিয়নের বিওপি মাষ্টারপাড়া এলাকার মোকবুল মাষ্টারের একটি বাচ্চি গরু গত বৃহস্পতিবার রাতে গোয়াল ঘর থেকে চুরি হয়ে যায়। এ ব্যপারে গরুর মালিক স্থানীয় প্রশাসন সহ ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ পত্র দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে কেতকীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান অতিগোপনে অভিযান চালিয়ে চোরাই গরু সহ দক্ষিণ কেতকীবাড়ী ইউনিয়নের দালানগঞ্জ গ্রামের মৃত-শুকুর আলীর পুত্র আনারুল (৩২)-কে সোমবার মধ্যরাতে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। অপরদিকে, জানা যায় আনারুল ও একই এলাকার নির্মলের পুত্র বিশাদু (৪০) সহ বেশ কয়েকজন গরুচোর উক্ত গরুটি চুরি করে একই উপজেলার বামুনিয়া ইউনিয়নে বিক্রি করে দেয়। পরে চুরির ঘটনাটি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পরলে ক্রয়কৃত গরুটি গরু চোর আনারুলকে ফেরত দেয়। এ ব্যপারে বিকাল ৩ টার দিকে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ও কেতকীবাড়ী ইউনিয়নের বিড কর্মকর্তা সালাম উক্ত চোর ও উদ্ধারকুত গরুটি চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে  নিয়ে এসে ডোমার থানায় মামলার জন্য নিয়ে যায়। এ ব্যপারে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদ তিতুমীর ঘটনাটি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বেশ কিছৃদিন যাবত ভোগডাবুরী ও কেতকীবাড়ী ইউয়িনে গরু চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।


পুরোনো সংবাদ

নীলফামারী 8945708118932215562

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item