ভোজ্য তেলে টেম্পারিং করে মূল্য বৃদ্ধির অভিযোগে নীলফামারীতে এক পরিবেশকের জরিমানা


নীলফামারী প্রতিনিধি॥
নীলফামারীতে টেম্পারিং করে অতিরিক্ত মূল্যে বসিয়ে ভৈজ্য তেল বিক্রির অভিযোগে এক পরিবেশকের ১৫ হাজার টাকা জরিমানা হয়েছে। বুধবার(২ মার্চ) দুপুরে জেলা সদরের দুহুলী বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর ওই জরিমানা করে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর জানায়, ওই বাজারে রূপসা সয়াবিন তেল কম্পাণীর পরিবেশক মো. সানু মিয়া গুদামে সংরক্ষিত এক লিটার করে সয়াবিন তেলের বোতলে কম্পাণী ধার্য্যকৃত মূল্য টেম্পারিং করে অতিরিক্ত মূল্য বসিয়ে এবং মেয়াদ বাড়িয়ে বিক্রি করার অভিযোগে পেয়ে অভিযান পরিচলনা করা হয়। এসময় বোতলের গায়ে খুচরা মূল্য ১৬৫ টাকার স্থলে টেম্পারিং করে ১৮৬ টাকা লেখার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানের নেতৃত্বদেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের নীলফামারীর উপ-সহকারী পরিচালক শামসুল আলম। এসময় জেলা মার্কেটিং কর্মকর্তা এরশাদ আলম খান উপস্থিত ছিলেন। #


পুরোনো সংবাদ

নীলফামারী 2552419052408710039

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item