নীলফামারীতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু


নীলফামারী প্রতিনিধি-
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে দেশব্যাপী এক কোটি পরিবার সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রয়ের অংশ হিসাবে  নীলফামারীতে জেলার ১ লাখ ৫৬ হাজার ৪৭১ টি ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় জেলা সদরের রামগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। একই সাথে জেলার ৬ উপজেলার ১৮টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব ছাদেক আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, টুপামারী ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির প্রমুখ। 

২০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে প্রতি লিটার তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি মসুরের ডালের দাম ৬৫ টাকা। অর্থাৎ একজন ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রথম দফায় ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল নিতে পারবে কার্ডধারীরা।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজান উপলক্ষে যে মানবিক উদ্যোগ নিয়েছেন তাতে উপকারভোগীরা যেমন উপকার পাবেন একইসাথে বাজার নিয়ন্ত্রণেও এ উদ্যোগ জোরালো ভূমিকা পালন করবে। জেলা ও উপজেলা পর্যায়ের নিম্নআয়ের খেটে খাওয়া মানুষরা এ সুবিধা ভোগ করবেন। তাদের সবার কাছে ইতিমধ্যে এসব কার্ড পৌঁছানো হয়েছে। 

উদ্ধোধনের দিন  জেলার  ২৫ হাজার ১২০ জন পাচ্ছে টিসিবির এই ভোগ্যপণ্য। ১৮ জন ডিলারের মাধ্যমে আগামী  ৩০ মার্চ পর্যন্ত জেলার ১ লাখ ৫৬ হাজার ৪৭১ টি এই সুবিধা পাবেন ৪৬০ টাকায়। দ্বিতীয় কিস্তি শুরু হবে ৩ এপ্রিল থেক ১৫ এপ্রিল পর্যন্ত। তখন ২ কেজি ছোলা সংযুক্ত হয়ে প্যাকেজ মূল্য হবে ৫৬০ টাকা। #  


পুরোনো সংবাদ

নীলফামারী 197220984028242268

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item