দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ


নীলফামারী প্রতিনিধি॥
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ বুধবার(২ মার্চ) দুপুরে শহরের পৌর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া বলেন, ‘সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোনো কিছুতেই সরকারের নিয়ন্ত্রণ নেই। দ্রব্য মুল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ^াস উঠেছে। অবিলম্বে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।’  

জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিতে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক, মোস্তফা হক প্রধান বাচ্চু, সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারূফ পারভেজ প্রিন্স প্রমুখ।

এসময় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। #


পুরোনো সংবাদ

নীলফামারী 6460238813485240719

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item