ডোমারে অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী শুকনাপুকুর সামাজিক উন্নয়ন কেন্দ্র হলরুমে জয়পুরহাট সরকারী কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) আলহাজ্ব দেলওয়ার রহমানের সভাপতিত্বে সমাজ সেবক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু। বিশেষ অতিথি হিসাবে, ইউপি সদস্য দুলাল হোসেন, মঞ্জুরুল ইসলাম, আব্দুল কাদের কুরু, আমবাড়ী শুকনা পুকুর বাজার হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার মোহতামিম হাফেজ রফিকুল ইসলাম, সদস্য রজব আলী, আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, ইউনুছ আলী প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে এলাকার ডের শতাধীক অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধি মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
#