ডোমারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা প্রশাসন আয়োজিত বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম এঁর সভাপতিত্বে অতিথি হিসাবে সহকারী কমিশনার (ভুমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল, সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, মেডিকেল অফিসার ডাঃ রোকশানা আফরোজ, ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম বঙ্গবন্ধুকে ও স্বাধীনতা যুদ্ধ কি এ বিষয়ে নতুন প্রজন্মকে জানানোর উপর গুরুত্বারব করেন। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
#