জলঢাকায় মুক্তিযুদ্ধে সংস্কৃতিকর্মী ও বুদ্ধিজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
" চেতনায় মুক্তিযুদ্ধ, আদর্শে বঙ্গবন্ধু, নেতৃত্বে শেখ হাসিনা, এগিয়ে চলো বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার ৫ম দিনে মহান মুক্তিযুদ্ধে সংস্কৃতিকর্মী ও বুদ্ধিজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্নার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় মুক্তিযুদ্ধে সংস্কৃতি কর্মী ও বুদ্ধিজীবীদের অবদান নিয়ে বিশদ আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ আব্দুল গফফার। এসময় তিনি বলেন,  বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংস্কৃতি কর্মী ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণ ছিল জাতির জন্য একটি মাইলফলক। তারা তাদের লেখনি ও সাংস্কৃতিক কর্মকান্ড দিয়ে মুক্তিযুদ্ধে বিরাট ভূমিকা রেখেছিল। এসময় আরো উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা লুবনা আকতার ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে সভায় সরকারি কর্মকর্তা, কৃষক, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ##

পুরোনো সংবাদ

নীলফামারী 2876235659622494325

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item