সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ লাইন্সের ব্যারাক ভবন উদ্বোধন


নীলফামারী প্রতিনিধি॥
সৈয়দপুর রেলওয়ে নীলফামারী জেলা পুলিশ লাইন্সের ৪ তলা বিশিষ্ট ১০ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নতুন ব্যারাক ভবন উদ্বোধন করা হয়েছে। আজ বৃহ¯পতিবার(১৭ ফেব্রুয়ারী) দুপুরে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ায় এর উদ্বোধন করেন প্রধান অতিথি রেলওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক দিদার আহম্মদ বিপিএম, পিপিএম (সেবা)। এটি নির্মানে কাজ করেছে গণপূর্ত বিভাগ, নীলফামারী ও রেলওয়ে জেলা পুলিশ। 

উদ্বোধণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ট্রেনে পাথর ছোড়া স্বাভাবিক মানুষের কাজ নয়। পাথর নিক্ষেপকারীদের বোঝাতে হবে তোমাদের কাছে যা খেলা, তা অন্যের জীবন নিতে পারে। তাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধের জন্য কঠোর অবস্থানে যাচ্ছে রেলওয়ে পুলিশ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে যোগ দিচ্ছে। এজন্য সরকারের প্রতিটি সেক্টরের মতো রেলওয়ে পুলিশও আধুনিকায়ন হচ্ছে। রেল যাত্রীদের আইনি সহায়তা, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করছি আমরা। তিনি আরো বলেন, আগে ট্রেনে কাটা পড়লেই অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হতো। বর্তমানে প্রতিটি মৃত্যুকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে রেলওয়ে পুলিশ। এ নিয়ে কাজ করছে রেলওয়ের ছয় জেলা পুলিশ। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী গণপূর্ত বিভাগের বিভাগীয় প্রকৌশলী দেলওয়ার মাহাফুজ সোহাগ, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম, রেলওয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ষাজ মো. মমতাজুল হক, রেলের সহকারী পুলিশ সুপার তোবারক আলী প্রমুখ। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 3123855512309794126

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item