সৈয়দপুরে ৫টি ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুর উপজেলা পাঁচটি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুযারি) বিকেল সাড়ে তিনটায় সৈয়দপুর উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে ওই শপথ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইন।

 এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা একেএম আমিরুজ্জামান সরকার শামীম প্রমূখ উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে উপজেলার   ১ নম্বর কামারপুকুর, ২ নম্বর কাশিরাম বেলপুকুর, ৩ নম্বর বাঙ্গালীপুর, ৪ নম্বর বোতলাগাড়ী ও  ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের ৬০ জন নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য শপথ গ্রহন করেন। এদের মধ্যে ১৫ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৪৫ জন সাধারণ সদস্য।

এর আগে সকালে নীলফামারী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে।                       

 প্রসঙ্গত, চতুর্থ ধাপে নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।                                           


পুরোনো সংবাদ

নীলফামারী 616064753013068026

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item