সামান্য বৃষ্টিতে পাগলাপীর বন্দর কাদাপানি একাকার-জনদূভোর্গ


হাবিবুর রহমান সেলিম ,পাগলাপীর ঃ
সামান্য বৃষ্টিপাতে রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে হাইওয়ে সহ বিভিন্ন সড়ক কাদাপানিতে একাকার হয়ে পরায় শিক্ষার্থী পথচারী সহ সাধারন মানুষজন চরম দূভোর্গের শিকার হচ্ছেন। জানা যায় গত শুক্রবার দিনভর আকস্মিক পাগলাপীর সহ অঞ্চল জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টিপাতা ও দমকা হাওয়া বাতাস হয়েছে। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতে পাগলাপীর বন্দরের জনগুরুত্বপূর্ণ ৫টি সড়কের আটকা পড়ে জলাবদ্ধতা ও কাদাপানি একাকার সৃষ্টি হয়ে পড়ছে। দেখা গেছে পাগলাপীর বন্দরের লাহিড়ীরহাট শ্যামপুর বদরগঞ্জ হাইওয়ে সড়কের মোড় ঢাকা বিড়ানী হাউজের দোকানের সামন হতে অরবিট স্কুল ও কলেজের সামন সহ আইডিয়াল স্কুল ও কলেজের সামন হতে ৫০০ ফিট, রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের সাথী স্টুডিও এর দোকান সামন হতে পেট্রোল পাম্প মোড়ের রবির খিচুরীর দোকানের সামন পর্যন্ত ৫০০ফিট এবং নামাহাটের ওয়ালটনের সামন পর্যন্ত ৫০০ফিট, ডালিয়া সড়কের জিরো পয়েন্ট দুদু এলাহী শপিং কমপ্লেক্সের সামন হতে দাদুল মেম্বারের রড সিমেন্টের সামন পর্যন্ত ৫০০ ফিট এবং বেতগাড়ী গংগাচড়া সড়কের পাগলাপীর (রহঃ) এর মাজার শরীফ ও সেতু ফার্মেসী দোকানের সামন হতে হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত ২৫০ফিট সহ ৫টি সড়কের দু’ধারে গড়ে উঠা ব্যাংক বীমা এনজিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শপিং কমপ্লেক্স সহ নানা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সামান্য বৃষ্টিপাতের পানি আটকে পড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পড়ছে। আবার কোথাও কোথাও কাদাপানি একাকারে পরিণত হয়ে পড়ছে। বিশেষ করে এই সব কাদাপানির উপর দিয়ে বাস কোর্চ ট্রাক কার মাইক্রো অটো সিএনজি রিক্সা ভ্যান সহ নানা যানবাহন চলাচলের সময় চাকায় পৃষ্ঠ হওয়া ময়লা আবর্জনা পানি শিক্ষার্থী পথচারী সহ সাধারন মানুষজনের গায়ে জামা কাপড়ে ছিটকে পড়ে অপ্রতিকর সহ নানা দূভোর্গের স্বীকার হচ্ছেন মানুষজন। সৌজন্যমূলক সাক্ষাতে পাগলাপীর আদ্দ্বীন একাডেমী প্রশাসনিক কর্মকর্তা ও পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অরবিট স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ সাব্বিরুল ইসলাম ইমন, উপাধ্যক্ষ দীপুরাম এবং স্বেচ্ছাসেবী সংগঠন শান্তি’র সভাপতি আরিফুল ইসলাম আরিফ দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন পাগলাপীর বন্দরে স্থায়ীভাবে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে এ পরিস্থিতি বিরাজ করছে। জাতীয় ছাত্র সমাজ জেলার যুগ্ম আহবায়ক ও সদর উপজেলার সাবেক আহবায়ক আসাদুজ্জামান টিটু বলেন প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদাসিনতার কারনে পাগলাপীর বন্দরে এ পরিস্থিতি বিরাজ করছে। 


পুরোনো সংবাদ

রংপুর 738387912057634344

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item