সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের শিক্ষক মকবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মকবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কলেজ চত্বরে গত বৃহস্পতিবার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জিএম কবির উদ্দিন সরকার মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম। 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক সজির উদ্দিন, মো. নূরল ইসলাম চৌধুরী ওরফে  লাল চৌধুরী,  খাতামধুপুর ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারি শিক্ষক খলিলুর রহমান, আবু হোসেন প্রমূখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই  আমন্ত্রিত অতিথি ও বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। 

পরে বিদায়ী অতিথির উদ্দেশ্যে লেখা মানপত্র পাঠ করেন প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্রী সাম্মী আক্তার।  

পুরো বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক পরিতোষ রায়। 

শেষে বিদায়ী অতিথি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. মকবুল হোসেরে হাতে প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

 অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য,শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মো. মকবুল হোসেন বিগত ১৯৮৬ সালে সহকারী শিক্ষক, বিএসসি হিসেবে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের যোগদান করেছিলেন। আর গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)  ৩৬ বছরের শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহন করেন তিনি।


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3418057000006223296

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item