দেবীগঞ্জে গ্লোবাল ল থিংকার্স সোসাইটি স্বাস্থ্য ও পুষ্টি ক্যাম্প




সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ


দেবীগঞ্জে গ্লোবাল ল থিংকার্স সোসাইটি স্বাস্থ্য ও পুষ্টি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতবছর ফেব্রুয়ারীতে গ্লোবাল ল থিংকার্স সোসাইটি শিশুদের জন্য স্বাস্থ্য ও পুষ্টি ক্যাম্প সারা বাংলাদেশের ১৪ টি জেলায় আয়োজনের ঘোষণা দেয়। তারই ধারাবাহিকতায় ১০ম জেলা হিসাবে পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার হাজীনগর প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে আজ শুক্রবার সকাল ৯টায় এই ক্যাম্পটি শুরু হয়।  ৫০ জন শিশুর মধ্যে স্বাস্থ্যসেবা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, শিশুদের সাথে কথোপকথন ও তাদের মানসিক স্বাস্থের দিকে লক্ষ্য রেখে কাউন্সেলিং করা হয়। সেই সাথে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যার সাথে শিশুরা কিভাবে খাপ খাইয়ে নিতে পারবে সে ব্যাপারে পরামর্শ প্রদান করে। শিশুদের স্কুল ব্যাগ, প্যাড, কলম, টি শার্ট এবং পুষ্টি উপাদান গুড়া দুধ, সি-ভিট প্রদান করা হয়। SDG এর ২,৩ এবং ৪ বাস্তবায়নের উদ্দেশ্যে মূলত ক্যাম্পটি আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে

 প্রধান অতিথি হিসাবে ছিলেন সংগঠনটির সভাপতি রাওমান স্মিতা, বিশেষ অতিথি হিসাবে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আহসানুল আলম এবং প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোছাঃ শাহনাজ পারভীন 

এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির ডেপুটি ডিরেক্টর ও এই প্রোজেক্টের কো-অর্ডিনেটর  মোঃ মাহির দাইয়ান। 


রাওমান স্মিতা বলেন - বাচ্চারা আগামি দিনের ভবিষ্যৎ, স্বাস্থ্য সেবা নিশ্চিতের মাধ্যমে তাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে হবে, শিক্ষা ব্যবস্থায় আরো শক্তিশালী পলিসি তৈরী করতে হবে যাতে করে শিক্ষার্থীরা ঝড়ে না পরে। সর্বোপরি অভিভাবক এবং শিক্ষকদের একসাথে শিশুদের প্রতি নজর রাখতে হবে যাতে তাদের বুদ্ধির বিকাশ ঘটে।


পুরোনো সংবাদ

পঞ্চগড় 6702632164941798823

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item