পার্বতীপুরে রেলপথের চোরাই ফিসপ্লেট উদ্ধার


এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ


দিনাজপুরের পার্বতীপুরে মাটির নীচে লুকিয়ে রাখা রেলপথের চোরাই ফিসপ্লেট উদ্ধার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় পার্বতীপুর-খুলনা রেলপথ সংলগ্ন একটি চাষাবাদকৃত জমির মাটির নীচ থেকে এগুলো উদ্ধার করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর সার্কেলের চীফ ইন্সপেক্টর সরদার মোঃ রফিকুল ইসলাম জানান, বুধবার সকাল অনুমান ১০:৩০ মিনিটে সিআই/আরএনবি/পার্বতীপুর মোবাইলের মাধ্যমে জানতে পারেন যে, পার্বতীপুর-খুলনা রেলপথ সংলগ্ন পার্বতীপুর উপজেলার চান্দাপাড়া এলাকায় মোঃ রাশেদুল হক তার ধানী জমি ট্রাক্টর দ্বারা চাষ করার সময় রেলপথের ফিসপ্লেট মাটির নীচ হতে বের হয়ে এসেছে। খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসআই বাবুল শেখ এর নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেলপথে ব্যবহৃত ১২ টি ফিসপ্লেট উদ্ধার করে।তবে কে বা কারা এগুলো চুরি করে রেখেছে তা জানা সম্ভব হয় নি।বিষয়টি মোঃ আল আমিন এসএসএই/ওয়ে/ পার্বতীপুরকে অবহিত করলে তিনি জানান যে, মধ্যপাড়াগামী রেল লাইন হতে শতাধিক ফিসপ্লেট হারিয়েছে। উদ্ধারকৃত ফিসপ্লেট রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে এবং ঘটনাটি ডাইরি ভুক্ত করা হয়েছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 6587518853480158931

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item