অপরাজিতাদের অভিজ্ঞতা বিনিময় সফরের সভা অনুষ্ঠিত


এসএম রেদোয়ান বিন রুহিত,পাগলাপীর ঃ
মানবাধিকার ও সুশাসন সংস্থা ডেমক্রেসিওয়াচ, রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউপি হল রুমে অপরাজিতাদের অভিজ্ঞতা বিনিময় সফরের সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর ২০২১ইং সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় অপরাজিতাদের অভিজ্ঞতা বিনিময় সফরের সভাটি।  গংগাচড়া উপজেলার মহিলা ভাইস- চেয়ারম্যান মোছাঃ রাবেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত সফরের সভাটি। এ সভায় তিনি বলেন নারীদের কর্মতৎপরতার মাধ্যমে অধিকার বাস্তবায়নই নারীর ক্ষমতায়নের মূল পদক্ষেপ। আর ক্ষমতায়িত হতে হলে সংরক্ষিত নয় সাধারণ আসনে নির্বাচিত হয়ে পুরুষতান্ত্রিক সমাজে নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বড়বালা ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাহেব আলি বলেন, রাজনৈতিক দলে ৩৩% নারীদের পদ কার্যকর বাস্তবে পূরণ না হলেও নারী নেতৃত্বের বিকাশ দ্রুত ঘটছে। যার ফলে নারীরা তাঁদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হচ্ছে। তিনি বড়বালা ইউনিয়নসহ রংপুর সদর, গংগাচড়া ও মিঠাপুকুর উপজেলার ৩১টি ইউনিয়নের অপরাজিতাদের স্বাগত জানান এবং সেই সাথে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কাযক্রমকে গতিশীল করার জন্য ডেমক্রেসিওয়াচ অপরাজিতা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যকে অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্মস্থানে নারীরা শুধু ইউনিয়নে নয় দেশের নীতিমালা প্রনয়ণে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করার পরামর্শ দেন। পরিশেষে তিনি তাঁর ৫ বছরে বড়বালা ইউনিয়নের কার্যক্রমের চিত্র উপস্থাপন করেন। যেখানে নারীদের জন্য বাজেটে বরাদ্দ, নারীদের প্রশিক্ষণ, সেফটিনেটের অর্ন্তভূ'ক্ত, সালিশ ও বিচার কার্যক্রম পরিচালনা ও নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার তথ্যসহ অন্যান্য বিষয় নিয়ে আলোক পাত করেন। উন্মুক্ত আলোচনায় নারী নেতৃত্বের বিকাশ, রাজনীতি, পেশাগত দায়িত্ব, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে এ বিষয়ে আলোচনা করেন বড়বালা ইউপি সদস্য জনাব আখতারুল ইসলাম বকুল। তিনি পুরুষদের সহযোগিতা নেওয়ার জন্য অপরাজিতাদের উৎসাহ দেন এবং পুরুষের মানসিকতার পরিবর্তন ঘটানোর পরামর্শ দেন। গংগাচড়া ইউপির অপরাজিতা ও নারীনেত্রী নিলুফার ইয়াসমিন নির্বাচিত নারী প্রতিনিধিদের একত্রিত হয়ে কাজ করা এবং চেয়ারম্যান ও মেম¦ারদের সাথে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন। গংগাচড়া উপজেলার সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান ও অপরাজিতা ক্ষান্ত রানী তাঁর অভিজ্ঞতা বিনিময়কালে বলেন, অপরাজিতা প্রকল্পের মাধ্যমে আমরা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে সক্ষম হয়েছি। বিভিন্ন সময়ে ইউপি আইন-কানুন ও প্রয়োজনীয় তথ্যাদি আমরা অপরাজিতা প্রকল্পের ভাই-বোনদের নিকট হতে পেয়ে থাকি। তিনি ইউপির অপারেশন ম্যানুয়াল, নিয়ম-কানুন, রেজুলেশন ইত্যাদি বিষয়ে নির্বাচিত নারী প্রতিনিধিদের জানতে হবে এবং চোখ-কান খোলা রেখে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন। অভিজ্ঞতা বিনিময় সফর সভার উদ্দেশ্য এবং প্রকল্প সম্পর্কে ধারনা উপস্থাপন করেন অপরাজিতা প্রকল্পের জেলা কর্মসূচী সমন্বয়কারী মোঃ রেজাউল করিম। বড়বালা ইউপি অপরাজিতা নেটওয়ার্কের সদস্য রেশমা বেগমের সঞ্চালনায় অভিজ্ঞতা বিনিময় সফর সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাইন্যান্স এন্ড এ্যাডমিন কোঅর্ডিনেটর মোঃ কামরুল হাসান, ডিপিও রঞ্জিতা দাস, উপজেলা সমন্বয়কারী মোঃ আব্দুল খালেক, লোহানী মোঃ মোফাখ্খারুল ইসলাম, মোঃ হান্নান সরকার এবং বড়বালা ইউনিয়নের নির্বাচিত পুরুষ প্রতিনিধি ও ইউপি সচিব। 


পুরোনো সংবাদ

রংপুর 6719483104374143165

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item