ডোমার নাট্য সমিতির পরিবেশনায় নাটক মঞ্চস্থ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে শতবর্ষী ঐতিহ্যবাহী সংগঠন নাট্য সমিতির পরিবেশনায় মঞ্চস্থ হলো নাটক “কিন্তু নাটক নয়”। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত, জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায়। লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় শনিবার (১১ডিসেম্বর) বিকালে ডোমার মহিলা ডিগ্রী কলেজ মাঠে রাজ্জাক মুরাদ রচিত “কিন্তু নাটক নয়” মঞ্চায়ন করা হয়েছে। আরমিন আক্তার জাহান ও মাসুদ বীন সুমনের নির্দেশনায় নাটকে জগবন্ধু রায়, জাকিয়া চান্দা, নজিরা আখতার ফেরদৌসি, আরমিন জাহান, লাকী, ছপিয়ার রহমান, আলী হোসেন, মাসুদ বীন সুমন, আনিছুর রহমান মানিক, শুভ ভৌমিক, ফেরদৌস, তৃষা, প্রিন্স, নিমাই, পুশুনাথ, আনাম, রওশন, ইমরানসহ অনেকে অভিনয় করেন। সংগীত পরিচালনায় আলিফ নুর ফেরদৌস, জয়দেব মোহন্ত ও ওমর ফারুক অর্পণ। নাটক দেখতে আসা হাজারো নারী পুরুষ দর্শকের ভীড় ছিল চেখে পড়ার মতো। এ সময় অতিথি হিসাবে ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমার পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, নাট্য সমিতির সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি আসাদুজ্জামান চয়ন, পৌর কাউন্সিলর রুবেল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সংগঠনের সাধারণ সম্পাদক জানান, মাদক মুক্ত সমাজ গড়তে সাংস্কৃতিক ও ক্রীড়ার কোন বিকল্প নেই। মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সারাদেশে ৩৫০ টি নাট্যদল স্বল্প ব্যয়ে নতুন স্থানে নাটক পরিবেশন করবে।   


পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 8404366444165476545

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item