ডোমারের বোড়াগড়ী ইউপি নির্বাচনে আ. লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ


আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টার--
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বেলা ১২টার দিকে ইউনিয়নের বোড়াগাড়ী হাটে এলাকাবাসীর ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে ডোমার-গোমনাতী সড়কটি অবরুদ্ধ হলে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে ওই সড়কে।

কর্মসূচি পালনকারীদের অভিযোগ, ওই ইউপিতে চেয়ারম্যান পদটিতে গ্রহনযোগ্য ব্যক্তি বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রিমুন। তিনি গত দুই বছর আগে একটি উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। ব্যাপক জনপ্রিয়তায় এবারের নির্বাচনেও তার বিজয় নিশ্চিৎ। এমন একজন ব্যক্তিকে বাদ দিয়ে সেখানে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের স্ত্রী জেবুন্নেছা আখতারকে। শিক্ষকতা পেশার উক্ত জেবুনন্নেছার এলাকার মানুষের কাছে অপরিচত এবং রাজনীতিতেও তার কোন অবদান নেই। দলের প্রার্থীতা থেকে তাকে প্রত্যাহার করা না হলে নির্বাচনে নিশ্চিৎ পরাজয় ঘটবে নৌকার।

বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক মানুষের অংশগ্রহনে ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন। এসময় বক্তৃতা দেন ইউপি সদস্য মোজাম্মেল হক, বোড়াগাড়ী ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি হরিহর বর্মন, আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল ইসলাম, কলেজ শিক্ষক ইমরান হাসান সুমন ও স্কুল শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, জেবুন্নেছা আখতার ডোমারের চিহ্নিত একজন রাজাকারের পুত্র বধু। তার স্বামী তোফায়েল আহমেদ ফ্রিডম পার্টির নেতা ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থেকে তিনি সম্প্রতি অনুষ্ঠিত ডোমার পৌরসভা নির্বাচনে নৌকার বিরোধীতা করে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় নিশ্চিৎ করেছেন।

আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল ইসলাম বলেন,‘ডোমারের আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নেই। প্রকৃত নেতাকর্মীরা বাদ পড়েছেন দল থেকে। অনুপ্রবেশকারীরা এসে ইচ্ছেমাফিক দল চালাচ্ছেন। যে যার স্বার্থ হাসিলে ব্যস্ত আছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি নির্বাচনে তার স্ত্রীকে নৌকা পাইয়ে দিয়ে তেমনটাই প্রমান করলেন।’

এদিকে ইউনিয়নের সাধারণ ভোটার ও আওয়ামী লীগের সমর্থক ইউনিয়নের টোলেরডাঙ্গা গ্রামের কৃষক প্রদীপ কুমার রায় (৩৫) বলেন,‘হুট করি এমন একটা মানষিক  কী করি যে নৌকা দিলেক, সেইটা হামেরা ভাবিবার পারেছি না। ওমাকতো (নৌকা পাওয়া প্রার্থী) এলাকার কাহো চিনে না, ওমরাও (প্রার্থী) ভোটারোক চিনে না। হামার ইউনিয়নোত গ্রাম চিনিবারতো দূরের কাথা, কয়টা গ্রাম আছে সেইটাও কবার পারিবে কিনা মুই সন্দেহ করেছ। এলা সেইটা মানষিক হামেরা ভোট দিমো কী করিয়া।’

একই গ্রামের ব্যবসায়ী রমানাথ রায় (৪০) বলেন,‘ইউনিয়নের ইলেকশনে যিনি দলীয় প্রতীক নৌকা পেয়েছেন তিনি যোগ্য না। আমরা ভোটাররা বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা রিমুনভাইকে বাদ দিয়ে নৌকা ভাবতে পারছি না। যিনি নৌকা পেয়েছেন তিনি জনগনের সঙ্গে সম্পৃক্ত না।’

এদিকে বাগডোকরা গ্রামের শাহের বানু (৩৫) বলেন,‘শুনছি নৌকা পাইছেন উপজেলা চেয়ারম্যানের বউ। হামেরাতো ওমাক চিনি না, ভোট দিম কেমন করি ? এলাকার বেশীরভাগ ভোটার যাকে চিনে-জানে দুঃখে-সুখে পাশোত থাকে তাকেইতো মানষি ভোট দিবে। এলাকাত অচেনা একজন মানইনষি হঠাৎকরি চেয়ারম্যান  হোবার পারে কী ।’

একই কথা বলেন, ওই গ্রামের তারামনী রাণী রায় (৫৫), পাতিলী রাণী রায় (৫০), বসুসিয়াপাড়া গ্রামের শান্তনা রাণী রায় (৪০), সুমিত্রা রাণী রায়সহ (৫০) অনেকে। তাদের দাবি জনবিচ্ছিন্ন ওই প্রার্থীর পরিবর্তে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুনকে আওয়ামী লীগের নৌকা মার্কা দেওয়ার।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল বলেন,‘মনোনয়ন কেন্দ্রীয়ভাবে দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন। তাঁর সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দলের মনোনয়ন পাওয়া প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের স্ত্রী। দীর্ঘ দিনের রাজনীতিতে আমি তার সম্পৃক্ততা পাইনি। সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওই প্রার্থীর প্রস্তাবনায় স্বাক্ষর করেননি বলে জেনেচ্ছি। ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থীর দেবর এবং তোফায়েল আহমেদের ছোট ভাই। সে ক্ষেত্রে কিভাবে বর্ধিত সভা হয়েছে এবং রেজুলেশনের সই-স্বাক্ষর হয়েছে সেটি আমার জানা নেই। তবে বোঝা যায় সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ায় একটি প্রভাব বিস্তার করেছেন। প্রার্থী পরিবর্তন করে সর্বগ্রহনযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলে ভালো হয়।’


পুরোনো সংবাদ

নীলফামারী 4873253583131815614

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item