ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে মানবাধিকার সপ্তাহ উপলক্ষে বেসরকারি সংস্থা পল্লীশ্রী প্রসপেক্ট প্রকল্পের উদ্যোগে স্কুল পর্যায়ে ‘ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীই কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিএমজে ও নেটজ বাংলাদেশের যৌথ অর্থায়নে গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ৬ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পল্লীশ্রী প্রসপেক্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মতিয়া বেগম মুক্তি।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিব,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রসপেক্ট প্রকল্পের এরিয়া কো-অডিনেট এসএম তরিকুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটর শামিমা নাসরিন, শাহানাজ বেগম,  দেলোয়ার হোসেন প্রমুখ।

শেষে আয়োজিত বিতর্ক, রচনা ও চিত্রাংক প্রতিযোগিতায় বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই ও পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়। 


পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 5561774420639441663

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item