সৈয়দপুরে গ্রীষ্মকালীণ পেঁয়াজ প্রদর্শনীর জন্য কৃষকদের মাঝে চারা বিতরণ


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে গ্রীষ্মকালীণ পেঁয়াজ প্রদর্শনীর জন্য কৃষকদের মাঝে  চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২৯ নভেম্বর) বিকেলে ২০২১-২০২২  অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ওই  পেঁয়াজ চারা বিতরণ করা হয়। 

সৈয়দপুরে  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কয়াগোলাহাট জামবাড়ী এলাকায় ওই পেঁয়াজের চারা বিতরণ করা হয়েছে।

 এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।

 এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন  সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম।

 অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিন, সংশ্লিষ্ট কৃষি বøকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ অমেলুন্দ্র কুমার দাসসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে ২০২১-২০২২  অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়  বাস্তবায়িত গ্রীষ্মকালীণ পেঁয়াজ প্রদর্শনীভূক্ত পাঁচজন কৃষকের মাঝে  চারা বিতরণ করা হয়েছে।        


পুরোনো সংবাদ

নীলফামারী 6648265875145382082

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item