হরকলি ফাযিল মাদ্রাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দোয়া


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীরঃ
“শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ ও সু-শিক্ষিত এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ” এ প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরকলি বহুমুখী ডিগ্রী মাদ্রাসার ২০২১ইং সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল। এ উপলক্ষ্যে ১০ই নভেম্বর বুধবার সকাল ১০টা হতে মাদ্রাসার মিলনাতয়নে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ আজিবার রহমান, বিশেষ অতিথি বিদ্যুসাহী সদস্য তাজুল ইসলাম। অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম সিদ্দ্কিীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন শিক্ষক প্রভাষকদের মধ্যে একেএম মফিজুল ইসলাম, আব্দুল মান্নান, জিন্নুৃর রহমান, হাদিউজ্জামান, সারা তাহমিন, সামসুজ্জাহা মিয়া, তৈয়ুবুর রহমান, এসএম ওয়ায়েস কুরনী রুমন, হাফিজুল ইসলাম, জয়নব বানু, রুপালী বেগম, মাইদুল ইসলাম, রেজাউল করিম, মাহবুবুর রহমান, আবুল হোসেন, জুলফিকার আলী, রোখছেনা আফরোজ, মেজবাহুল ইসলাম, আজিজুল ইসলাম ও পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম। উপস্থাপনা ও পরিচালনা করেন অফিস সহকারী সাজেদুল ইসলাম, হিসাব সহকারী আহসান হাবিব জুয়েল। সার্বিক সহযোগিতায় ছিলেন অফিস সহায়ক মহুবার রহমান, জাহিদ হোসেন, মোতাহারা বেগম ও দিলীপ কুমার বাস্ফর। অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম সিদ্দিকী দাখিল ও আলিম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ ও উপদেশমুলক বক্তব্যে পরীক্ষার্থীদের মেধা তালিকা সহ ভাল ফলাফল অর্জন করে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরকলি বহুমুখী ফাযিল ডিগ্রী মাদ্রাসার সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান। পরে অধ্যক্ষ সহ অতিথিবৃন্দ দাখিল ও আলিম পরীক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুলের তোড়া, ফাইল, কলম, স্কেল সহ নানা সামগ্রী প্রদান করেন। জানা যায় ২০২১ইং সালের ১৪ই নভেম্বর এ প্রতিষ্ঠান হতে ২৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় এবং ২ডিসেম্বর আলিম পরীক্ষায় ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করবেন। অপরদিকে হরকলি বহুমুখী ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম সিদ্দিকীর নির্দেশে শরীরচর্চা বিষয়ক শিক্ষক এসএম ওয়ায়েস কুরনী রুমন ও অফিস সহকারী সাজেদুল ইসলাম এর নেতৃত্বে ৫ সদস্যের একটি শিক্ষক প্রতিনিধি দল পাগলাপীর ডিসএস দাখিল মাদ্রাসা, হরকলি ছফুর উদ্দিন দাখিল মাদ্রাসা, কদমতলী দাখিল মাদ্রাসা ও পূর্ব কিশামত খলেয়া দাখিল মাদ্রাসা সহ এ অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে দাখিল পরীক্ষার্থীদের নানা উপহার সামগ্রী প্রদান এবং হরকলি বহুমুখী ফাযিল ডিগ্রী মাদ্রাসার আলিম শ্রেণিতে ভর্তির জন্য আহবান করা হয়। 


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5093230442413770980

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item