তেঁতুলিয়ায় উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত


মুহম্মদ তরিকুল ইসলাম,তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) তেঁতুলিয়া উপজেলার সাত ইউনিয়নে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ অত্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলামের সুদক্ষ নেতৃত্ব ও সু-নির্দেশনায় এবং উপজেলা প্রশাসন তেঁতুলিয়া’র সু-সমন্বয়ে পুলিশ, আনসার ও অন্যান্য বিভাগের সহযোগিতায় উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এতে সর্বমোট ৯৭ হাজার ২’শ ২৭ জন ভোটারের মধ্যে ৮৪ হাজার ১’শ ৬৬ জন অর্থাৎ শতকরা ৮৬.৫৬শতাংশ ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে অন্যন্য নজির স্থাপন করেন।

এ ব্যাপারে উপজেলা প্রশাসন বলেন, সুষ্ঠু ও সফলভাবে নির্বাচন উপহার দিতে পারায় উপজেলাবাসী স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এমনই আশা করছেন।  


পুরোনো সংবাদ

পঞ্চগড় 471468169561114993

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item