সৈয়দপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান শুরু


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।  মঙ্গলবার (২৩ নভেম্বর) স শহরের বিমানবন্দর সড়কের লায়ন্স স্কুল এন্ড কলেজে ওই টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

 এ সময় সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন, সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা র্পষদের সভাপতি লায়ন মো. রেয়াজুল আলম রাজু, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শফিয়ার রহমান সরকার, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজাসহ অন্যান্য কলেজ অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। 

 কোভিড -১৯ টিকাদান সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুরুতেই গতকাল মঙ্গলবার উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের  প্রায় এক  হাজার  চার শ’ ৫২ জন পরীক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে।  এসব  শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সাফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, লক্ষণপুর স্কুল এন্ড কলেজ ও সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদ্রাসা।   বুধবার (২৪ নভেম্বর) ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান করা হচ্ছে। 

সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারে এইচএসসি ও সমমান পরীক্ষায় উপজেলার ১৪টি কলেজ, দুটি কারিগরী কলেজ (বিএম) ও ৬ টি আলিম মাদ্রাসা থেকে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৪ হাজার ৯৩ জন। 


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 399482350887468919

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item