নীলফামারী সদরের ১১টি ইউপি নির্বাচনে আ.লীগ ২, বিদ্রোহী ৩, বিএনপি ২, জামায়াত ১,স্বতন্ত্র ৩


নির্ণয়,নীলফামারী॥
নীলফামারী সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে ১১ নভেম্বর দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে গভীর রাতে ওই নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে ১১ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ২টিতে, আওয়ামী লীগ বিদ্রোহী ৩টিতে, ২টিতে বিএনপি নেতা ও সমর্থক এবং ১টিতে জামায়াত নেতা ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচিতরা হলেন, গোড়গ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের মাহবুব জর্জ (নৌকা) ৪ হাজার ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান চেয়ার‌্যান রেয়াজুল ইসলাম (আনারস) পেয়েছেন ৩ হাজার ৪৬২ ভোট।

সংগলী ইউনিয়নে আওয়ামী লীগের মোস্তাফিজার রহমান নৌকা প্রতীকে ৬ হাজার ৫৯৬ ভোট পেয়ে দ্বিতীয়র বারের ন্যায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্রী প্রার্থী জিয়াউর রহমান (চশমা) পেয়েছেন ৩ হাজার ৭৮৭ ভোট।

পঞ্চপুকুর ইউনিয়নে আওয়া লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম (ঘোড়া) ৪ হাজার ৫০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নুরুল আমিন সরকার (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৪০০ ভোট। 

রামনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক চেয়ারম্যান ওবায়দুল ইসলাম (মোটরসাইকেল) ৮ হাজার ৪৩৭ ভোট  পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিজানুর রহমান (নৌকা) পেয়েছেন ৭ হাজার ২৬৫ ভোট।

চওড়াবড়গাছা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল খায়ের বিটু (চশমা) ৪ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের উত্তম কুমার রায় (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৮৫৪ ভোট।

সোনারায় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরল ইসলাম শাহ্ (আনারস) ৮ হাজার ৫৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক চেয়ারম্যান অশ্বিনী কুমার বিশ্বাস  (মোটরসাইকেল) পেয়েছেন ৫ হাজার ৩৮৯ ভোট।

চাপড়াসরমজানী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা জাহাঙ্গীর আলম শাহ ফকির লালন (চশমা) ৫ হাজার ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম আওয়ামী লীগের কামরুজ্জামান সরকার (নৌকা) পেয়েছেন ৩ হাজার ১৯৩ ভোট।

কচুকাটা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সমর্থক আব্দুর রউফ চশমা প্রতীকে ৬ হাজার ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের তসলিম উদ্দিন (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৭৭ ভোট।

পলাশবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম তালুকদার (আনারস) ৫ হাজার ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম আওয়ামী লীগের মমতাজ আলী প্রামানিক (নৌকা) ৩ হাজার ৫৩৫ ভোট পেয়েছেন।

লক্ষ্মীচাপ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান (আনারস) ৬ হাজার ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যাম চরণ রায় পেয়েছেন ৫ হাজার ৯৫২ ভোট।

চড়াইখোলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাসুম রেজা (মোটরসাইকেল) ৫ হাজার ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী আসাদুল হক শাহ (চশমা) ৪ হাজার ৭১ ভোট পেয়েছেন।

রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার(১১ নভেম্বর) নির্বাচন শেষে আজ শুক্রবার(১২ নভেম্বর/২০২১) ভোরে বেসরকারি ওই ফলাফল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 5367220191889837950

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item