জলঢাকায় ইউপি নির্বাচনের যাচাই-বাছাই অনুষ্ঠিত।৪জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় ৩য় ধাপের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত  হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে প্রার্থীদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

এতে ৪ জন চেয়ারম্যান, ২জন সংরক্ষিত  নারী সদস্য ও ৭ জন সাধারন সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিলকৃত চেয়ারম্যান প্রার্থীগন হলেন বালাগ্রাম ইউনিয়নে খাদ্য গুদামের ডিলারশীপ থাকার কারনে আব্দুল হাই ও তার ছেলে ইমরান হোসেন নয়ন, মিরগঞ্জ ইউনিয়নে ঋন খেলাপীর কারনে শেখ মাসুদ রানা ও খুটামারা ইউনিয়নে রশিদুল আলম সরকার। এসময় তথ্য গোপন ও ঋন খেলাপীর কারনে ঐ সব প্রার্থীর মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল হোসেন। এর আগে ২ নভেম্বর ৬৩ জন চেয়ারম্যান পদে, ৪শত১০ জন সাধারণ সদস্য পদে ও ১শত ৫৭ জন সংরক্ষিত নারী সদস্য পদে তাদের মনোনয়ন পত্র  দাখিল করেন। রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, বাতিলকৃত মনোনয়ন পত্র  প্রার্থীগন ৩ দিনের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার নিকট আপিল করার  সুযোগ পাবেন। শুনানি শেষে আপিল কর্তৃপক্ষ ৩ দিনের মধ্যে আপিলের রায় প্রদান করবেন। এছাড়াও ১১ নভেম্বর প্রত্যাহার, ১২ নভেম্বর  প্রতিক বরাদ্দ ও ২৮ নভেম্বর ভোটগ্রহণ। এই উপজেলার ১১ টি ইউনিয়নের ২ লাখ ২১ হাজার ৫ শত ৪০ জন ভোটার ১শত ৬টি কেন্দ্রে ৬শত ৪৬ বুথে ব্যালট পেপারের মাধ্যমে  তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।###

পুরোনো সংবাদ

নীলফামারী 7915471212837058557

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item