ডোমার পৌরসভার নব-নির্বাচিত ৩ কাউন্সিলরের গণসংবর্ধনা
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার পৌরসভার নব-নির্বাচিত ৩ কাউন্সিলরের গণসংবর্ধনা দেয়া হয়েছে।
৩নং ওয়ার্ড বাসীর আয়োজনে মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় থানাপাড়া জুট মিল মাঠে আবু সাজ্জাদ মোঃ মহসিন চৌধুরীর সভাপতিত্বে ৩নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান তুলু, ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানাজ বেগমকে গণসংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে, রাজনীতিবীদ আনিছুর রহমান আনু, মাওঃ আব্দুল হামিদ হোসাইনী, প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান চয়ন, প্রভাষক কাওছার আলম বকুল, শ্রমিক নেতা মেরাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মনছুর আলী, নারী নেত্রী তৌহিদা জ্যোতি, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় সাধারণ ভোটারগণ তারা তাদের বিভিন্ন দাবীদাবার কথা তুলে ধরেন। ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন বলেন, গত ৫বছর আমি আপনাদের সেবা করেিেছ, এবার আবোরো আমাকে নির্বচিত করায় আমি কৃতজ্ঞ। বাজার ঘাটের সমস্যা সমাধান, শহরে স্যোলার প্যানেলের মাধ্যমে লাইটিং, ড্রেনেজ ব্যবস্থা, চুরি ছিনতাই, মাদক বন্ধ করণসহ উন্নয়ন মূলক কাজে ৩নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রুপান্তিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।