স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে ফুলবাড়ীতে প্রাথমিকের শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত


মেহেদী হাসান ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে প্রাথমিক শিক্ষা আধিদপ্তরের উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রাথমিকের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫টি ইভেন্টে উপজেলার ৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতা অনুষ্ঠনের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা: হাসিনা ভূঁইয়া। যা দিন ব্যাপী চলে।


উপজেলা প্রথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে ফুলবাড়ী বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়,ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়,চকচকা সরকারী প্রাথমিক বিদ্যালয়,রাধাকৃষ্ণ সরকারী প্রাথমিক বিদ্যলয়, শরিয়তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাসুদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,জুঝার সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ৯টি বিদ্যালয়ের ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা রচনা,সংঙ্গীত,নৃত্য,কুইজ,চিত্রাঙ্কন সহ মোট ৫টি ইভেন্টে অংশ গ্রহণ করে প্রতিযেগিতা করেন। 

প্রতিযোগিতা অনুষ্ঠানে সহকারী শিক্ষক সাজু প্রসাদ গুপ্ত’র সঞ্চালনায় বিচারক হিসেবে দায়ীত্ব পালন করেন প্রধান শিক্ষক আবুল কালাম,সহকারী শিক্ষক মুক্তি রানী,যুবরাজ,সুবোধ চন্দ্র প্রমুখ। তারা জানান উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীরা প্রথমে জেলা পর্যায়ে এবং পরে বিভিাগীয় প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 9159501081699684759

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item