জলঢাকায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
রবি ২০২১--২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন  পেয়াজ ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (১০ নভেম্বর) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ১ম পর্যায়ে ১ হাজার ১ শত কৃষকের হাতে ১ কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি করে সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না প্রমুখ। এসময় তিনি বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষিতে প্রনোদনা দিয়ে রবিশস্য উৎপাদন করে মানুষের চাহিদা পুরনে কাজ করে চলেছে। এজন্য তিনি কৃষকদের সরকারের প্রনোদনা কাজে লাগিয়ে কৃষিতে বিপ্লব ঘটার আহবান জানান। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্দোগে এসব বীজ ও সার বিতরণ করা হয়।          

পুরোনো সংবাদ

নীলফামারী 5312684572401269141

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item