খলেয়ায় কালীপূজায় চেয়ারম্যানপ্রার্থী লাভলু লাঙ্গল মার্কায় ভোট চাইলেন


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীরঃ
 রংপুর সদর উপজেলার ৫নং খলেয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম লাভলু সনাতন ধর্মালম্বী নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের ভোটারদের কাছে লাঙ্গল মার্কায় ভোট চাইলেন। তিনি শনিবার রাত ৮টায় ইউনিয়নের দক্ষিণ লালচাঁদপুর সার্বজনীন কালীমন্দিরে আয়োজিত তিন দিন ব্যাপী কালীপূজা উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সনাতন ধর্মালম্বীদের কাছে লাঙ্গল মার্কায় ভোট চান। চেয়ারম্যান সিরাজুল ইসলাম লাভলু আরও বলেন জনগনকে ওয়াদা দিয়ে গত উপ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মহামারি রোগ করোনার কারনে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি। কিন্তু চেয়ারম্যানী দায়িত্ব পালনে কোথাও কোন অনিয়ম দূর্নীতি করেছি কিনা প্রমাণ থাকলে আপনারা সামনে আসেন আমি উপযুক্ত শাস্তি মাথা পেতে নেব। তাই গত ইউপি উপ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অল্প সময়ে যে উন্নয়নমূলক কাজ করেছি সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপস্থিত সনাতন হিন্দু সম্প্রদায়দের কাছে আগামী ২৮ শে নভেম্বর ইউপি নির্বাচনে পুনরায় লাঙ্গল মার্কায় ভোট ও দোয়া আর্শীবাদ চান চেয়ারম্যাপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম লাভলু। বিশেষ অতিথির বক্তব্যে সংশ্লিষ্ট ২নং ওয়ার্ডের ইউপি সদস্যপ্রার্থী ও বর্তমান ইউপি সদস্য সুনীল চন্দ্র সরকার তিনিও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপস্থিত কালীপূজায় অংশগ্রহনকারী সনাতন হিন্দু ধর্মালম্বী বিভিন্ন বয়সের ভোটারদের কাছে দোয়া আর্শীবাদ ও ভোট চান। দক্ষিণ লালচাঁদপুর সার্বজনীন কালীমন্দির কমিটির সভাপতি ননী গোপাল সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট জাতীয় পার্টির নেতা অধ্যাপক বীরেন্দ্র নাথ সরকার, মন্দির কমিটির সম্পাদক লিটন চন্দ্র সরকার নিপীন সহ স্থানীয় বিশিষ্টজনরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খলেয়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আব্দুল হক সহ জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে তিনব্যাপী কালীপূজা উৎসবের আরোতী প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন চেয়ারম্যানপ্রার্থী সিরাজুল ইসলাম লাভলু সহ অতিথিবৃন্দ।

পুরোনো সংবাদ

রংপুর 2551503435938802683

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item