রংপুরে বিভাগীয় গ্রন্থাগার সম্মেলন অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের রংপুর বিভাগীয় গ্রন্থাগার সম্মেলন - ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের আয়োজনে রংপুর মহানগরীর আহার রেস্টুরেন্টে ওই  সম্মেলন অনুষ্ঠিত হয়।

“ জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উক্ত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি মো. ইমাম হোসাইন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।

 বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের প্রেসিডিয়াম সদস্য  ও সাবেক আইজি  মালিক খসরু পিপিএম এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন  বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা এবং বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের মহাসচিব নাসিম আহমেদ।

 এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের প্রেসিডিয়াম সদস্য     অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, প্রেসিডিয়াম সদস্য মির্জা ওবায়দুর রহমান, যুগ্ম-মহাসচিব মো. জামাল হোসেন। শেষে  বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গণগ্রন্থাগার ও শ্রেষ্ঠ সভাপতির সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এতে   বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে  অতিথি ও বক্তারা বেসরকারি গণগ্রন্থাগারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।

 বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল করিম ডলার  সম্মেলন অনুষ্ঠানটি সঞ্চালনায় সম্মেলনে রংপুর, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের ২০০ জন  সদস্য উপস্থিত ছিলেন।  


পুরোনো সংবাদ

নীলফামারী 8233751276580201091

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item