সৈয়দপুরে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোং লিঃ এর গণ-গ্রামীণ বীমা ডিভিশনের মেয়াদার্ত্তীণ বীমা দাবির চেক হস্তান্তর


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুরে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের মেয়াদাত্তীর্ণ বীমা দাবির দুইটি চেক হস্তান্তর করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাবুপাড়া পানির ট্যাঙ্ক সংলগ্ন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের সৈয়দপুর পৌর ইউনিট কার্যালয়ে ওই চেক হস্তান্তর করা হয়।

ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের সৈয়দপুর পৌর ইউনিটের ব্যবস্থাপক মো. নকিবুল ইসলাম  বীমা গ্রাহক  মো. সাব্বার আলী ও মো. মাসুম চৌধুরীর হাতে ওই চেক দুইটি তুলে দেন।

 এ সময় ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের সৈয়দপুর পৌর ইউনিটের হিসাব কর্মকর্তা মো. মাহমুদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো. আনোয়ার আলী,  বীমা উন্নয়ন কর্মী মো. মোশাররফ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 জানা গেছে, ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের সৈয়দপুর পৌর ইউনিট কার্যালয়ের অধীনে শহরের  নতুন মুন্সিপাড়া বাসিন্দা ব্যবসাযী মো. সাব্বার আলী  দেড় লাখ টাকার ও  ব্যবাসয়ী মো. মাসুদ চৌধুরী  এক লাখ টাকার দুইটি বীমা খোলেন। তারা বিগত ২০১১ সালের নভেম্বর মাসে ১০ বছর মেয়াদী ওই বীমার গ্রাহক হন। এদের মধ্যে বীমা গ্রাহক মো. সাব্বার আলী ছয় মাস অন্তর অন্তর ৭ হাজার ৭৪০ টাকা করে এবং মাসুম চৌধুরী মাসিক ৮৭০ টাকা করে প্রিমিয়াম জমা করেন। আর চলতি  ২০২১ সালের  নভেম্বরে  তাদের বীমার মেয়াদাত্তীর্ণ হয়। বীমার মেয়াদ শেষে বীমা গ্রাহক মো. সাব্বার আলীকে দুই লাখ ৩০ হাজার ২০৪ টাকার এবং মাসুম চৌধুরীকে এক লাখ ৫৪ হাজার ৪৩৮ টাকার পৃথক পৃথক চেক তুলে দেয়া হয়েছে।

 এছাড়াও এর আগে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের সৈয়দপুর পৌর ইউনিটের ৭ জন বীমা গ্রাহককে সাত লাখ ৭০ হাজার ১০৪ টাকার  মেয়াদাত্তীর্ণ বীমা দাবির  পৃথক পৃথক চেক হস্তান্তর করা হয়।       


পুরোনো সংবাদ

নীলফামারী 5983995270322044612

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item