নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় সৈয়দপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুরে অপরাজিতা ঃ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ ওই মতবিনিময় সভার আয়োজন করে।

 উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মোছা. সানজিদা বেগম লাকী।

এতে আলোচনা অংশ নেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল ও সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ।

 বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ’র নীলফামারী জেলা সমন্বয়কারী মো. কামাল হোসেন শাহ  মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ।

সভায় সৈয়দপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ’র  উপজেলা সমন্বয়কারী রীমা আক্তারসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের নির্বাচিত ও সম্ভাব্য নারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।    

মতবিনিময় সভায় উপস্থিত সৈয়দপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নারী রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করেন।


পুরোনো সংবাদ

নীলফামারী 1089909023077953814

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item