জলঢাকায় উপজেলা আ'লীগের জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় জেলহত্যা দিবস পালন করা হয়েছে।  এ উপলক্ষে  বুধবার বিকেলে উপজেলা সৈনিকলীগ কার্যালয়ে উপজেলা আ'লীগের সভাপতি আনছার আলী মিন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, আইন বিষয়ক সম্পাদক মোহসিন আলী, পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কৈমারী ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী সাইদার রহমান মাস্টার, উপজেলা আ'লীগের যুগ্ম সম্পাদক মোহনেন্দু রায়,  ইউনিয়ন আ'লীগের সভাপতি রশিদুল ইসলাম ও কামরুজ্জামান দুলাল। এর আগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায়  বক্তারা বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। এসময় তারা শোককে শক্তিতে রুপান্তরিত  করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা আ'লীগের আয়োজনে সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন আ'লীগসহ  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।###

পুরোনো সংবাদ

নীলফামারী 679132511101224394

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item