ডোমারে পৌরসভা নির্বাচনে বিজয়ী হলেন যারা


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে বিজয়ী হলেন যারা। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ন ভোট গ্রহন সম্পন্ন হয়। এতে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু নারিকেল গাছ প্রতিক নিয়ে ৪ হাজার ৬ শত ৬৭ ভোট পেয়ে হাট্রিক বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রদিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আফরোজা নাজনীন রুমি মোবাইল ফোন প্রতিকে ৩ হাজার ৬শত ৭৪ ভোট পেয়েছে এবং আ’লীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে গণেশ কুমার আগরওয়ালা পেয়েছেন ২ হাজার ৪ শত ২৫ ভোট। এ ছাড়াও সাধারণ কাউন্সিলর হিসাবে  ১নং ওয়ার্ডে মিজানুর রহমান জুয়েল, ২নং ওয়ার্র্ডে সামছুল আলম, ৩নং ওয়ার্ডে আখতারুজ্জামান সুমন, ৪নং ওয়ার্ডে সেলিম রেজা, ৫নং ওয়ার্ডে অহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ডে মিজানুর রহমান তুলু, ৭নং ওয়ার্ডে রুবেল ইসলাম, ৮নং ওয়ার্ডে কাওছার আলম ও ৯নং ওয়ার্ডে আনারুল ইসলাম বিজয়ী হয়েছে। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে শাহানাজ বেগম, উম্মে কুলছুম ও নাছিমা বেগম বিজয়ী হয়। ওইদিন সন্ধ্যায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বে-সরকারী ভাবে এই ফলাফল ঘোষনা করেন। এ সময় উজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাসম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ট, নিরেপক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট সম্পন্ন হয়। উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই কেন্দ্রগুলোতে উপচেপড়া ভীড় ছিল লক্ষনীয়। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। পৌরসভায় মোট ১৫ হাজার ১২জন ভোটার  রয়েছে। তাদের মধ্যে মধ্যে নারী ভোটার ৭ হাজার ৫ শত ৫১ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৪ শত ৬১ জন। বিজয়ী আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু  এবারো ৩য় বারের মতো মেয়র নির্বাচিত হলেন। এর আগেও তিনি ২৫ বছর ডোমার সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। 

 


পুরোনো সংবাদ

নীলফামারী 2924230162295499102

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item