ডোমার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ


আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার
-নীলফামারীর ডোমারে আসন্ন ২রা নভেম্বর ডোমার পৌরসভা সাধারণ নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) বাংলাদেশ নির্বাচন কমিশন আয়োজিত আসন্ন ডোমার পৌরসভার সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে এই আয়োজন করা হয়। মেয়র পদে সরকার দলীয় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক পেয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা, সতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু নারিকেল গাছ ও আফরোজা নাজনীন রুমি পেয়েছেন মোবাইল প্রতীক। 

এসময় রির্টানিং কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করেন জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম, ডোমার থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

পৌরসভার ১ নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪জন প্রার্থী। এর মধ্যে সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা পেয়েছেন টেবিল ল্যাম্প, মিজানুর রহমান জুয়েল উটপাখি, মাহফুজ আলম পাঞ্জাবি এবং বিপ্লব অধিকারী পেয়েছেন ব্লাকবোর্ড প্রতীক। 

২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪ জন এর মধ্যে সাবেক কাউন্সিলর সামছুল আলম টেবিল ল্যাম্প, আব্দুল হক মুন্সি পাঞ্জাবি, সামছদ্দিন ডালিম, এবং মহিদুল ইসলাম পেয়েছেন উটপাখি প্রতীক। 

৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২ জন এর মধ্যে সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান সুমন পেয়েছেন উটপাখি এবং রাশেদ মাহমুদ উজ্জ্বল পেয়েছেন টেবিল ল্যাম্প প্রতীক। 

৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭ জন এর মধ্যে সাবেক কাউন্সিলর শফিক বিন মোর্শেদ পেয়েছেন ব্লাকবোর্ড, মশিয়ার রহমান, ডালিম, ওয়াসিম, পাঞ্জাবি, সোহাগ, টেবিল ল্যাম্প, সেলিম রেজা, পানির বোতল, রনজু, ব্রীজ, এবং মশিউর রহমান পেয়েছেন উটপাখি প্রতীক। 

৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩জন, এরা হলেন সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম উটপাখি, বেলাল হোসেন পাঞ্জাবি, এবং রিয়াজ আলম পেয়েছেন ডালিম প্রতীক। 

৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২জন, এরা হলেন সাবেক কাউন্সিলর মিজানুর রহমান তুলু পেয়েছেন উটপাখি এবং রাজু আমিন পেয়েছেন পাঞ্জাবি প্রতীক। 

৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩ জন। এর মধ্যে সাবেক কাউন্সিলর এনায়েত হোসেন নয়ন পেয়েছেন টেবিল ল্যাম্প, রুবেল ইসলাম, পাঞ্জাবি, এবং হারুন আশিকুর রহমান সাজু পেয়েছেন উটপাখি প্রতীক। 

৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫ জন এর মধ্যে সাবেক কাউন্সিলর ছামিউল হক পেয়েছেন ডালিম, কাওছার আলম উটপাখি, নুর কামাল পাঞ্জাবি, শামীম আলম টেবিল ল্যাম্প, এবং সাদেকুর রহমান সুজন পেয়েছেন ব্লাকবোর্ড প্রতীক। 

৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২ জন এর মধ্যে আনারুল হক পেয়েছেন উটপাখি এবং রেজাউল করিম রব্বু পেয়েছেন পাঞ্জাবি প্রতীক। 

এছাড়াও সংরক্ষিত নারী আসন নং-০১ ওয়ার্ড নং ১,২,৩ এ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন এরা হলেন লক্ষী রানী দাস পেয়েছেন চশমা, শাহানাজ পারভীন আনারস, এবং হাজেরা বেগম শুশিলা পেয়েছেন অটোরিকশা প্রতীক। 

সংরক্ষিত নারী আসন নং-২, ওয়ার্ড ৪,৫,৯ এ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন, এরা হলেন নাছিমা বেগম পেয়েছেন বলপেন, বিলকিস বেগম  অটোরিকশা, মুন্নী বেগম টেলিফোন, মেরিনা বেগম জবাফুল, সাহেরা খাতুন চশমা এবং সুলতানা বেগম পেয়েছেন আনারস প্রতীক। 

সংরক্ষিত নারী আসন নং-৩, ওয়ার্ড ৬,৭,৮ এ নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২জন এর মধ্যে সাবেক নারী কাউন্সিলর উম্মে কুলসুম পেয়েছেন চশমা এবং শাহিনা আক্তার পেয়েছেন আনারস প্রতীক। 

এবিষয়ে রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, আজকে সুষ্ঠু ও সুন্দর উৎসব মুখর পরিবেশে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২রা নভেম্বর এই প্রথম ডোমার পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পরিশেষে তিনি ডোমার পৌরসভা নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য যে, এবারের ডোমার পৌরসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৩ হাজার ৫ শত ৪০জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ হাজার ৬শত ৬৭ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৬ হাজার ৮শত ৭৩ জন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে মোট ৫১টি বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 


পুরোনো সংবাদ

নীলফামারী 2593937921616451988

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item