ডোমার পৌর নির্বাচনে ১,২, ৩নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছে যারা


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

ডোমার পৌরসভা সাধারণ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে, এতে ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিল ও সাধারণ কাউন্সিলর পদে মোট নারীসহ ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। 

তাদের মধ্যে সংরক্ষিত কাউন্সিল লক্ষ্মী রানী দাস (চশমা), হাজেরা বেগম শুশিলা (অটোরিক্স), শাহানাজ পারভীন (আনারস) মার্কা পেয়েছেন। অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ৪জন। আব্দুর রাজ্জাক রাজা  (টেবিল ল্যাম্ব), মিজানুর রহমান জুয়েল (উটপাখী), মাহাফুজ আলম (পাঞ্জাবী) ও বিপ্লব কুমার অধিকারী খোকন (ব্লাকবোর্ড) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতায় মাঠে নেমেছে। মেয়র পদে মোট ৩জন মনোনয়ন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু  (খেজুরগাছ), নারী মেয়র প্রার্থী আফরোজা নাজনীন রুমি (মোবাইল ফোন), আ’লীগ মনোনিত গণেশ কুমার আগরওয়ালা (নৌকা) প্রতিক পেয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রার্থীদের এ প্রতিক প্রদান করেন। দুপুর ২টার পর থেকে গোটা পৌর এলাকায় বিভিন্ন প্রার্থীদের নামে নানান গানের  সুরে ও তালে তাল মিলিয়ে মাইকিং করতে দেখা গেছে। এতে মুখোরিত হয়ে উঠেছে পুরো পৌর এলাকা। পৌরসভায় মেয়র পদে ৩জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিল পদে ১৩ জন এবং ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে। এখানে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১৩ হাজার ৫৪০জন ভোটারের মধ্যে নারী ভোটার ৬৮৭৩ জন এবং পুরুষ ভোটার ৬৬৬৭ জন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আগামী ২ নভেম্বর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৫১টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 


পুরোনো সংবাদ

নীলফামারী 3943379701217598727

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item