পাগলাপীরে হাফ কিলোমিটার সড়কের কার্পেটিং উঠে ৫ শতাধিক পরিবারের দুর্ভোগ


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীর ঃ
রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নে হাফ কিলোমিটার একটি সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গর্ত নামক মরণ ফাঁদ সৃষ্টি হয়ে সড়কের চলাচলরত ৫ শতাধিক পরিবার চরম দুর্ভোগের শিকার হয়েছে। জানা গেছে পাগলাপীর বন্দরের রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের চেরকাপাড়ার মোড় আব্দুল্লাহ আল মামুন এর সামনে হতে নওশাদ আলী মেম্বারের বাড়ি পর্যন্ত হাফ কিলোমিটার সড়কটি দেড় যুগ পূর্বে এলজিডি রংপুর এর তর্ত্ত্বাবর্ধনে কার্পেটিং করা হয়। সম্প্রতি সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং পাথর খোয়া উঠে ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে বেহাল ভগ্নদশা সৃষ্টি হয়েছে। ফলে সড়কটিতে আটো সিএনজি রিক্সা ভ্যান মটরসাইকেল ও বাইসাইকেল চলাচল করা তো দুরের কথা পায়ে হাটা পথচারীদের চলাচল দূসার্ধ্য হয়ে পরছে। স্বরজমিনে পাগলাপীর চেরকাপাড়ার বাসিন্দা মার্শরাফী ডিজিটাল প্যানা হাউজের প্রোপাইটার বিশিষ্ট সমাজ সেবক আব্দুল রাসেল, পাগলাপীর মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ দুলাল ড্রাইভার, গালামাল ব্যবসায়ী আব্দুল জলিল, পাগলাপীর হোটেল রেস্তরার পরিচালক মোঃ অলি সহ বিভিন্ন মহল সংবাদিকে অভিযোগ করে বলেন উক্ত সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং পাথর খোয়া উঠে ছোট বড় অগনিত গর্ত সৃষ্টি হয়ে পরছে। কিছু কিছু স্থানে পাথর খোয়া উঠে পূর্বের ন্যায় কাঁচা সড়কে পরিনত। আবার কোথাও কোথাও কার্পেটিং পাথর খোয়া উঠে যেন পুরো সড়ক জুড়ে গর্ত নামক মরন ফাঁদ সৃষ্টি হয়ে পরছে। আব্দুল্লা আল মামুন ও হোটেল রেস্তরা ব্যবসায়ী রবি সহ কয়েকজন গ্রাম বাসী ক্ষোভ প্রকাশ করে বলেন সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং পাথর খোয়া উঠে বেহাল ভগ্নদশা সৃষ্টি হয়ে পরায় প্রতিনিয়ত ছোট বড় দূর্ঘটনা সহ নানা অপ্রতিকার ঘটনা ঘটছে। চলতি বছরের গত ৯ মাসে উক্ত সড়কে শতধিক দূর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩০টি মটরসাইকেল, ৪০টি রিক্সা ভ্যান, ২০টি আটো সিএনজি,১০টি বাইসাইকেল সড়কের ক্ষাদে উল্টে দেড়শতাধিক চালক আরোহী ও যাত্রী দূর্ঘটার শিকার হয়েছেন।তারা আশাঙ্খা করছেন সড়কটি বেহাল ভগ্নদশার কারনে যে কোন মুহুতে বড় ধরনের দূর্ঘটনায় প্রাণহানী ঘটতে পারে। এ ব্যাপারে পাগলাপীরের চেরকাপাড়া, খালুয়াপাড়া , ক্বারীপাড়া, নামাপাড়া সহ সড়কে চলাচলরত বিভিন্ন মহল অবিলম্বে সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। 


পুরোনো সংবাদ

রংপুর 8729816240201784624

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item