জলঢাকায় জামায়াতের আমীরকে অধ্যক্ষ পদে নিয়োগ।।৭২ ঘন্টার আল্টিমেটাম


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় গোলমুন্ডা ফাজিল মাদরাসায় স্বাধীনতা বিরোধী অপশক্তি নাসকতা মামলার আসামি গোলমুন্ডা ইউনিয়ন জামায়াতের আমির তোজাম্মেল হোসাইন কে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ঐ জামায়াত নেতার নিয়োগ বাতিলের জন্য  ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাবেক এমপি ও জেলা আ'লীগের সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা'র আমলে নিয়োগকৃত গোলমুন্ডা ফাজিল মাদরাসার বর্তমান সভাপতি     শ্যালক মোতাক্কেল বিল্লাহ কে।  বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্দোগে ভুমি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে জিরোপয়েন্ট মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদি'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবির মুকুল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ, যুবলীগ নেতা, আব্দুর রাজ্জাক বসুনিয়া, আশিকুর রহমান মানিক, আনজির খাজা, শিবলী নোমান, সেলিম রেজা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার প্রমুখ। এসময় বক্তারা জেলা আ'লীগের সদস্য ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা'র সমালোচনা করে বলেন, গোলমুন্ডা ফাজিল মাদরাসার বর্তমান সভাপতি মোতাক্কেল বিল্লাহ তার শ্যালক, এবং তিনি এমপি থাকা কালে মোতাক্কেল বিল্লাহকে  ওই মাদরাসার সভাপতি নিয়োগ করে গেছেন। সাবেক এমপি'র পরামর্শে তিনি এই নিয়োগ দিয়েছেন তাই আমরা স্বাধীনতার স্বপক্ষের মানুষ এই নিয়োগের প্রতিবাদ করছি। সমাবেশে বক্তারা নিয়োগ বাতিলের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন এই নিয়োগ বাতিল না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এসময় উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ও জেলা মৎস্যজীবি লীগের নেতা কুলো চন্দ্র রায় ছাত্রলীগের  কর্মসুচিতে একত্বতা ঘোষনা করেন। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7000608258512202704

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item